সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে একা থাকাতেই এদের আনন্দ! মিশতে একেবারেই পছন্দ করেন না ৭ জন্ম সংখ্যার জাতকরা। কিন্তু তাও চলার পথে বন্ধুত্ব-প্রেমের হাতছানি তো থাকেই। একা বললেই কী আর একা থাকা যায়। আর বন্ধুত্ব-প্রেম-বিবাহ সবকিছুর ক্ষেত্রেই জেনে নেওয়া প্রয়োজন, কাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, কাকে একটু বাজিয়ে দেখে নেওয়া প্রয়োজন। তাই চলুন আজ জেনে নেওয়া যাক ৭ জন্ম সংখ্যার শত্রু ও মিত্র কারা।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৭ জন্মসংখ্যার জন্য ১, ২,৪, ৫, ৬-এরা সকলেই ঠিকঠাক। বলা যায়, ভালোই। তবে সেখানেও কমবেশি তো থাকেই। আবার বন্ধু হিসেবে যে দূর্দান্ত, প্রেমিক হিসেবে সে খানিকটা পিছিয়ে পড়তেই পারে। তাই জেনে নেওয়া দরকার, কোন জন্মসংখ্যার কেমন প্রভাব রয়েছে ৭-এর জাতকদের উপর। তথ্য বলছে, ১-এর জাতকরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে আসে। ফলে এরা ৭ জন্ম সংখ্যার জাতকদের আদর্শ পরিপূরক হতে পারে। ৭ ও ২ দু’জনই ধার্মিক। ফলে এদের বন্ধুত্ব-প্রেম দুটোই বেশ মজবুত হওয়ার কথা। কারণ, এদের ভাবনাচিন্তার মিল অনেক। ৪ বাস্তববাদী, এদিকে ৭ দার্শনিক। ‘বিপরীত আকর্ষণে’র তত্ত্ব অনুযায়ী, দুজনের পার্টনারশিপ জমে উঠতে পারে। ৫ এর জাতকরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, এদিকে ৭ একটু গুটিয়ে থাকতেই ভালোবাসেন। তবে একবার মিশে গেলে এদের জুড়ি মেলা ভার।
শত্রুসংখ্যা
৩ ও ৭ জন্ম সংখ্যার জাতকের বন্ধুত্ব হলেও দ্বন্দ্ব-বিবাদ লেগেই থাকবে। দুজনের ৭-এর জাতকদের সম্পর্ক খুব একটা ইতিবাচক হবে না বলেই দাবি বিশেষজ্ঞদের। ৮ ভীষণ উচ্চাকাঙ্খী, এদিকে ৭-এর জাতকের পার্থিক দুনিয়ায় বিশেষ আকর্ষণই নেই। ফলে এদের দূরে থাকাই ভালো। তবে ব্যাতিক্রমও আছে। একটু মানিয়ে নিতে পারলেই সম্পর্ক এগোবে দুর্দান্ত গতিতে।
[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৭, ১৬, ২৫ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৭।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.