Advertisement
Advertisement

Breaking News

Numerology

বন্ধুত্ব করলেও ভুলেও এই জাতকদের সঙ্গে প্রেম নয়! জেনে নিন ৬ জন্মসংখ্যার জন্য আদর্শ কারা

জেনে নিন কাদের সঙ্গে দূরত্ব বজায় রাখাই ভালো।

Numerology: who is most compatible with birth number 6
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 2, 2025 12:47 pm
  • Updated:July 2, 2025 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যাতেই লুকিয়েই জীবনের সব হিসেব নিকেশ। জন্ম সংখ্যাই বলে দেয় জাতকের স্বভাব কেমন। আবার এই জন্ম সংখ্যাই বলে দেয় আপনার শত্রু কে, বন্ধুই বা কে। চলুন আজ জেনে নেওয়া যাক, ৬ জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ সঙ্গী কারা, কার থেকে খানিকটা দূরে থাকলেই মঙ্গল।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁদের জন্মসংখ্যা ৬ তাঁরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন হন। সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারেন। অল্প বয়সেই দামি গাড়ি-বাড়ির মালিক হন এঁরা। কিন্তু প্রেম-বিয়ে-বন্ধুত্ব? না সকলকে আকর্ষণ করতে পারলেও সকলে একেবারেই এদের জন্য পারফেক্ট ম্যাচ নয়। তথ্য বলছে, ৬ এর জাতকদের জন্য বেস্ট ৩। সেটা প্রেম হোক বা ব্যবসা, যে কোনও পার্টনারশিপ চলবে দুর্দান্ত গতিতে। ৬ ও ৫ জন্মসংখ্যার জাতকদের বোঝাপড়াও বেশ ভালো। যদি ৮-এর সঙ্গে জোট বাঁধেন, ৬ জন্ম সংখ্যার জাতকরা একাধিক ক্ষেত্রে লাভবান হবেনই। ৯-এর সঙ্গে বন্ধুত্বও মন্দ নয়। দিব্য চলবে জীবন।

Editorial on Days of love

শত্রুসংখ্যা
তবে ১, ২,৪ ও ৭, এই চার সংখ্যার জাতকদের থেকে দূরে থাকাই ভালো ৬ জন্মসংখ্যার। তথ্য বলছে, ১ ও ২ এর থেকে দূরে থাকাই ভালো ৬ জন্মসংখ্যার জাতকদের। ৪-এর সঙ্গে বন্ধুত্ব করতেই পারেন, তবে প্রেমের সম্পর্কে জড়াবেন না। তাতে পড়তে হতে পারে সমস্যায়। ৭-এর থেকেও চেষ্টা করুন সম্পূর্ণভাবে দূরত্ব বজায় রেখে চলার।

জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৬, ১৫, ২৪ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৬।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement