Advertisement
Advertisement
Horoscope

‘ঘুম ধ্যান, ঘুম জ্ঞান, ঘুম চিন্তামণি’, নিদ্রা ভীষণ প্রিয় এই ৫ রাশির জাতক-জাতিকার

তালিকায় কোন কোন রাশি?

Horoscope: Top 5 zodiac signs who loves sleep
Published by: Subhankar Patra
  • Posted:August 7, 2025 6:36 pm
  • Updated:August 7, 2025 6:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঘুম ধ্যান, ঘুম জ্ঞান, ঘুম চিন্তামণি, ঘুম ছাড়া আমি যেন মনি হারা ফণী’, না আসল বাংলা প্রবাদ বাক্য নয়। টাকার জায়গায় ঘুমটা জুড়ে দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, চারটি রাশির জাতক-জাতিকারদের সঙ্গে এই বাক্যটি সমার্থক। কারণ, এই রাশির জাতক-জাতিকারা ঘুমতে ভীষণ পছন্দ করেন। যে-কোনও জায়গায় ঘুমিয়ে পড়তে পারেন এরা। তালিকায় কোন কোন রাশি?

Advertisement

বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের যদি ঘুমের পূজারি বলা হয় তাহলে অতিরিক্ত কিছু বলা হবে না। একটু ফাঁকা সময় পেলেই ঘুমিয়ে পড়তে পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা। ঘুম এদের ভীষণ প্রিয়।

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা স্বভাবগত ভাবেই স্বপ্নপ্রেমী হয়ে থাকেন। স্বপ্ন দেখার জন্য ঘুমের থেকে ভালো বা কী হতে পারে! যাইহোক নিজেকে তরতাজা রাখতে অল্প সময়েরও জন্য ঘুমিয়ে নিতে পছন্দ করেন মীন রাশির জাতক-জাতিকারা।

কর্কট রাশি: দুঃসময়ে নিজেকে শান্ত রাখতে ঘুম সবথেকে ভালো উপায় বলে মনে করেন কর্কট রাশির জাতকরা। ঘুমে মানসিক শান্তি খুঁজে পান এরা। অল্প জায়গাতেও ঘুমিয়ে পড়তে পারে এরা।

তুলা রাশি: ঘুম বিশেষজ্ঞ কেউ হয়ে থাকলে সেটা কুম্ভরাশির জাতিক-জাতিকারা। ঘুমকে কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে এরা। তবে শুধুই ঘুম নিজেদের তরতাজা করে তুলতে ঘুমকে বেছে নেয় এরা।

সিংহ রাশি: রাজকীয় ঘুম বলে কিছু হয়ে থাকলে তা পুরোপুরি উপভোগ করেন সিংহ রাশির জাতক-জাতিকারা। সারাদিনের পর নিজের ঘুমের সঙ্গে কোনও আপস করেন না এই রাশির জাতক-জাতিকারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ