সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দের সময় আমাদের পাশে সবাই থাকে। দুঃখ বা বিপদে কাউকে পাশে পাওয়া যায় না! এই অভিযোগ আমাদের প্রায় প্রত্যেকেরই। তবে জোতিষ্যশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশির জাতক-জাতিকারা বিপদের সময় পাশে থাকেন। বিপদ থেকে বেরিয়ে আসার পথ বাতলে দেন। মানসিকভাবে পাশে থেকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। দেখে নিন এই রাশির বন্ধু আপনার রয়েছে কি না।
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের শাসকগ্রহ বুধ। বুধকে জ্ঞান ও যোগোযোগের গ্রহ হিসাবে ধরা হয়। এই রাশির জাতক-জাতিকারা দুর্দান্ত পরামর্শদাতা বলে মনে করা হয়। চেনা হোক বা অচেনা ব্যক্তি কেউ এদের কাছে সাহায্যের জন্য গেলে তারা চিন্তাভাবনা করেই সাহায্য করে। এই রাশির জাতক-জাতিকারা জানেন কী করে সমস্যার সমাধান করতে হয়। তাই মিথুন রাশির কোনও বন্ধু থাকলে তাঁকে হারাবেন না।
কর্কট রাশি: এই রাশি চন্দ্র দ্বারা শাসিত। কর্কট রাশির জাতক-জাতিকারা খুবই যত্নশীল ও সাহায্যকারী। এদের পরিচিত কোনও ব্যক্তি সমস্যায় পড়লে এরা নিজে থেকেই সেই সমস্যা দূরীকরণে এগিয়ে যায়।
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকারা সূর্যদেব দ্বারা শাসিত। এরা অন্ত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমান। সমস্যা সমাধানে এদের যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি ও বিচক্ষণতা খুব পরিচিত। এরা আত্মবিশ্বাস প্রচণ্ডভাবে বাড়িয়ে তুলতে পারে। যদি কোনও সিংহ রাশির বন্ধু থাকে ও আপনি ইদানীংকালে কোনও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে নির্ধিদ্বায় এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে কথা বলতে পারেন।
কুম্ভ রাশি: কুম্ভরাশির জাতক-জাতিকাদের শাসকগ্রহ কুম্ভ। এরা শৃঙ্খলাপারয়ণ হয়। অন্যদের সাহায্য করা থেকে এরা বিরত থাকেন না। পরিচিত কেউ বিপদে পড়লে কেউ থাকুক বা না থাকুক এদেরকে পাশে পাবেনই।
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকারা বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হন। এরা খুব শান্ত স্বভাবের। যখনই কারও প্রয়োজন হয়, এরা তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কেউ তাঁদের মনের কথা বলতে না চাইলেও অনেকাংশে এরা সমস্যা কথা আঁচ করতে পারে। পরিস্থিতি কীভাবে পরিচালনা করতে হয় তা মীন রাশির জাতকরা জানেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.