সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনির দশা! শব্দটি শুনলেই অনেকের পিলে চমকে ওঠে। শনি কর্মফলের দেবতা। যাঁর নজর পড়লে কোনও ব্যক্তি রাজা থেকে ভিখারি হতে পারেন! আবার শুভদৃষ্টিতে ভিখারি হয়ে যান রাজা! দেবতাকে ভয়ের চোখেই দেখেন ধর্মপ্রাণ হিন্দু বাঙালি। তবে, জ্যোতিষশাস্ত্রে বর্ণিত তিনি আসলে মানুষকে নিংড়ে নেন। ভুল কাজ থেকে বিরত রাখেন। খারাপ সময় দূর করে নিয়ে আসেন শুভ সময়!
সামনেই জ্যৈষ্ঠ অমাবস্যায় রয়েছে শনি জয়ন্তী। ২৭ মে দিনটি পালিত হবে বড়দেবতার জয়ন্তী হিসাবে। জ্যোতিশাস্ত্র হিসাবে এই দিনটিতে বিশেষ কিছু টোটকা মেনে চললে শুভফল পাওয়া যায়। এই টোটকাগুলি মেনে চললে শুভফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
মেষ রাশি: আগামী শনি জয়ন্তীতে মেষ রাশির জাতক-জাতিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে তাঁরা কালো তিল বা সর্ষে দান করুন। যা তাঁদের কুপ্রভাব থেকে বাঁচতে সাহায্য করবে।
বৃষ রাশি: শনি দেবতার আর্শীবাদ পেতে বাড়ির সামনে জলভর্তি পাত্র রাখুন। তাতে দেবতার সুনজরে পড়তে পারে বলেই মত জ্যোতিষশাস্ত্রের।
মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের রাগ অনেক সময় তাঁদের বিপদে ফেলে। তাই রাগ প্রশমিত করতে শনি জয়ন্তীতে কালো ডাল বা কোনও মন্দিরে কালো কাপড় দান করুন।
কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা সর্ষের তেল বা কালো ডাল অর্পণ করুন। তাতে জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে।
সিংহ রাশি: এই রাশির জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। তার ফলে অনেকের নজর থাকে এদের উপর। খারাপ প্রভাব থেকে দূরে থাকতে শনি জয়ন্তীর দিন গরিবদের মরশুমি ফল দান করতে পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।
কন্যা রাশি: শনি দেবতার খারাপ নজর থেকে কোনও বড় দেবতার মন্দিরে কালো কাপড় দান করুন।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের শনি জয়ন্তীতে কোনও মন্দিরে তাজা ফল দানের পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাতে সুফল পাওয়া যাওয়া যাবে বলেই মত।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রতিপদে প্রায় বাঁধা থাকে। তা কাটিয়ে এদের এগিয়ে যেতে হয়। শনি জয়ন্তীতে কালো ডাল দান করুন। তাতে শনিদেবতার সুনজর পড়বে।
ধনু রাশি: চলতি সময়কালে ধনু রাশির জাতক-জাতিকারা কোনও খারাপ কর্ম করে থাকলে তা থেকে বাঁচতে শনি জয়ন্তীর দিন সর্ষের তেল কোনও কাছের মন্দিরে দান করুন।
মকর রাশি: গরিবদের সেবা করা সবচেয়ে বড় সেবার মধ্যে পরিগণিত হয়। শনি জয়ন্তীতে নিজের আশেপাশে গরিবদের নিজের সাধ্যমতো সেবা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুম্ভ রাশি: সংসারে অশান্তি! ঝামেলা দিনে দিনে বেড়ে চলছে? শনি জয়ন্তীর দিন জুতো প্রয়োজন এমন লোককে নতুন জুতোজোড়া দান করতে বলা হচ্ছে।
মীন রাশি: পোশাক প্রয়োজন এমন ব্যক্তিদের খুঁজে তাঁদের কালো ও নীল রংয়ের পোশাক দান করুন। গরিবদের চাল দিন। এর ফলে এই রাশির জাতক-জাতিকারা শনিদেবের আর্শীবাদ পাবেন বলে মত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.