সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশি। সেই রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জেনে নিন আজ, শুক্রবারের রাশিফল।
মেষ রাশি: আজ আপনার দিনটি বেশ ইতিবাচক হয়ে উঠবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনার উন্নতি ও অর্তভাগ্য ভালো। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি। কাছের কোনও মানুষ আপনার ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন।
বৃষ রাশি: আজ আপনি নিজের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে ভালো কিছু ঘটার আশঙ্কা। কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও আপনি সেগুলো সফলভাবে মোকাবিলা করতে পারবেন। আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে। পরিবারে সন্তানের সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে। চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ বাড়বে।
মিথুন রাশি: নতুন কোনও মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে তা আপনার জন্য ফলপ্রসূ হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না। গাড়ি চালকরা সাবধানে গাড়ি চালান। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। প্রেম-জীবনে উষ্ণতা বাড়বে।
কর্কট রাশি: আজ আপনার আবেগপ্রবণতা বাড়তে পারে। তাই যেকোনও সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। মানসিক অস্থিরতা কিছুটা কমবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে। আর্থিক বিষয় বুঝে খরচ করুন। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। খারাপ মানুষদের থেকে দূরে থাকুন।
সিংহ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন। যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রেম জীবনে নয়া মোড় আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান। ব্যবসায় নতুন সুযোগ আসবে। বাতের ব্যথায় কষ্ট পাবেন।
কন্যা রাশি: আজ আপনার বিশ্লেষণী ক্ষমতা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যাগুলো সমাধান করতে পারবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন। আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা।
তুলা রাশি: ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। সামাজিক যোগাযোগ বাড়বে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। আর্থিক লেনদেনে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। মানসিক অস্থিরতায় ভোগার আশঙ্কা। পেটের সমস্যায় কষ্ট পাবেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে।
বৃশ্চিক রাশি: অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। কর্মজীবনে শুভ যোগ। সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখুন। মা-বাবার শরীর ভালো যাবে না। পরিবারে সময় দিন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় সমস্যা আসবে। অতিরিক্ত অর্থব্যয়ের আশঙ্কা।
ধনু রাশি: ভ্রমণের দারুণ যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। প্রেমের ব্যাপারে বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বাইরের ঝামেলায় না জড়ানোই শ্রেয়। বিবাদ এড়িয়ে চলুন। পেটের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে।
মকর রাশি: আজ আপনার দায়িত্ববোধ বাড়বে। দিনের প্রথম ভাগেই আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটবে। মানসিক অস্থিরতা তৈরি হলেও তা কেটে যাবে। ভ্রমণের যোগ রয়েছে।
কুম্ভ রাশি: আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ পাবে। নতুন ধারণা ও পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য আজকের দিনটি ভালো। সামাজিক যোগাযোগ আপনার জন্য ফলপ্রসূ হবে। আর্থিক দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। শিল্পীদের জন্য দিনটি শুভ। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।
মীন রাশি: আজ আপনার সংবেদনশীলতা বাড়তে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণ রেখে কাজ করা জরুরি। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। কর্মক্ষেত্রে সৃজনশীলতা আপনাকে সাফল্য এনে দেবে। আর্থিক বিষয়ে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। বিদ্যার্থীদের জন্য বড় সুযোগ আসতে পারে। কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.