Advertisement
Advertisement
Donald Trump

‘এক সপ্তাহের মধ্যে শুরু হতো পরমাণু যুদ্ধ’, ফের ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব নিলেন ট্রাম্প

ভারত একাধিকবার দাবি খারিজ করলেও, ট্রাম্প আছেন ট্রাম্পেই।

Would have been in nuclear war, Donald Trump again claims he averted Indo-Pak War
Published by: Amit Kumar Das
  • Posted:July 15, 2025 11:10 am
  • Updated:July 15, 2025 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের তরফে বারবার তাঁর দাবি খারিজ করা হলেও ট্রাম্প আছেন ট্রাম্পেই। ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিলেন, তাঁর নেতৃত্বেই সম্ভব হয়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি। নাহলে মাত্র এক সপ্তাহের মধ্যে পরমাণু যুদ্ধে লিপ্ত হত দুই দেশ।

Advertisement

সম্প্রতি হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরে আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ”এখনও পর্যন্ত যুদ্ধ থামাতে আমরা সবদিক থেকে সফল। ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের কথাই ভাবুন। পরিস্থিতি যে পথে এগোচ্ছিল, তাতে এক সপ্তাহের মধ্যেই দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেত। পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। আমরা বাণিজ্য অস্ত্র ব্যবহার করে এই যুদ্ধ থামিয়েছি।” ট্রাম্প বলেন, “আমি স্পষ্টভাবে জানিয়েছিলাম, যতক্ষন না আপনি যুদ্ধ থামাবেন। বাণিজ্য নিয়ে আপনাদের সঙ্গে কোনও আলোচনা হবে না। চাপের মুখে পড়ে ওরা যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে।”

ট্রাম্পের এই দাবি অবশ্য প্রথমবার নয়, ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষবিরতি নিয়ে আলোচনাও হয়েছে ইসলামাবাদের অনুরোধেই, তৃতীয়পক্ষের অস্তিত্ব ভারত মেনে নেবে না। এরপরেও ফের সংঘর্ষবিতির কৃতিত্ব দাবি করায় অস্বস্তিতে পড়ল মোদি এবং কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের একাংশ বলছে, নোবেল না পাওয়া পর্যন্ত সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করা থেকে সরবেন না মার্কিন প্রেসিডেন্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement