Advertisement
Advertisement

ফ্যানদের উত্তেজনা বাড়ালেন বিশ্বের সবচেয়ে লাস্যময়ী সঞ্চালিকা

সুন্দরী সঞ্চালিকার শরীরি ভাঁজে মোহিত ফ্যানরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভারচুয়াল ওয়াল।

‘World’s sexiest weather girl’ in lingerie posts a video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 28, 2017 9:57 am
  • Updated:January 28, 2017 9:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় আবহাওয়ার খবর সঞ্চালনা করাই তাঁর পেশা। কিন্তু তিনি পর্দার সামনে আসা মাত্রই ‘হট’ হয়ে উঠল আবহাওয়া। উত্তেজনার পাদক চড়ল চরচর করে। কেন? কারণ উজ্জ্বল লাল অন্তর্বাসে আবির্ভূত হয়ে দর্শকদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে তুললেন ইয়ানেট গার্সিয়া।

Advertisement

nintchdbpict000297399490-e1485519888103

বিশ্বের সবচেয়ে সেক্সি সঞ্চালিকা হিসেবেই পরিচিত মেক্সিকান ইয়ানেট। সোশ্যাল নেটওয়ার্কে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। আর সেই ফ্যানদের মনোরঞ্জনের জন্য নতুন একটি ভিডিও পোস্ট করলেন হট অ্যান্ড সিজলিং ইয়ানেট। নিজের বাড়িতেই লাল অন্তর্বাস পরে ভিডিওটি শুট করেছেন তিনি। পোস্ট হওয়ার সঙ্গেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৪ লক্ষ অনুগামী ভিডিওটি দেখে ফেলেছেন।

(জানেন, কেন অন্তর্বাস সবসময় আলাদা কাচা উচিত?)

সুন্দরী সঞ্চালিকার শরীরি ভাঁজে মোহিত ফ্যানরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভারচুয়াল ওয়াল। এক ভক্ত লিখেছেন, গুগলে ‘পারফেকশন’-এর সংজ্ঞা খুঁজছিলাম। তখনই এই ভিডিওর লিঙ্কটা পেয়ে গেলাম। ভিডিওটি আপনি মিস করেননি তো?

(পরকীয়ায় মজেছেন? তবে এই বিষয়গুলি কিন্তু জানতেই হবে)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস