Advertisement
Advertisement
White House

নিরাপত্তা বেষ্টনী ভেদ করে উড়ে এল ‘ফোন’, শোরগোল হোয়াইট হাউসে, বন্ধ কাজ

হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

White House briefly locked down by Secret Service over thrown object scare
Published by: Subhodeep Mullick
  • Posted:July 16, 2025 6:54 pm
  • Updated:July 16, 2025 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত সকালে তুমুল উত্তেজনা হোয়াইট হাউসে। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আচমকা উড়ে এল একটি ‘ফোন’। এই ঘটনার পরই হোয়াইট হাউস এবং তাঁর সংলগ্ন চত্ত্বরে জারি করা হয় ‘লকডাউন’। এর জেরে সাময়িকভাবে বন্ধ করা হয় সমস্ত কাজ। কিন্তু কে বা কারা এই কাজ করল, তা এখনও জানা যায়নি।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হোয়াইট হাউসের নর্থ লনের দিকে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি ফোন ছোঁড়েন। রেলিং পেরিয়ে সেটা হোয়াইট হাউসের ভিতরে প্রবেশ করে। তারপরই হুলস্থূল পড়ে যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে হোয়াইট হাউস এবং সংলগ্ন অঞ্চলজুড়ে জারি করা হয় ‘লকডাউন’। উপস্থিত সাংবাদিকদেরও সরিয়ে নিয়ে যাওয়া হয়। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সমস্ত কাজ। শুধু তাই নয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। স্থানীয় সময় সকাল ১১টা ৫৬মিনিট নাগাদ প্রত্যাহার করে নেওয়া হয় ‘লকডাউন’।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, “মঙ্গলবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হোয়াইট হাউসের নর্থ লনের দিকে একটি ফোন ছুঁড়ে ফেলেন। এখনও পর্যন্ত তাঁর কোনও পরিচয় জানা যায়নি। কী কারণে তিনি ফোনটি ছুঁড়লেন, তা-ও জানা যায়নি। গোটা বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।” যদিও হোয়াইট হাউসের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই হোয়াইট হাউসের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement