Advertisement
Advertisement
Trump and Jinping

‘গঠনমূলক আলোচনা’, জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের কথা জানালেন ট্রাম্প, নজর রাখছে ভারত

জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের কথা ‘ট্রুথ সোশালে’ জানিয়েছেন ট্রাম্প।

USA President Donald Trump and Chinese President Xi Jinping in a productive phone call
Published by: Kishore Ghosh
  • Posted:September 20, 2025 7:57 pm
  • Updated:September 20, 2025 7:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন শুল্কনীতির জল কোনদিকে গড়াচ্ছে বোঝা মুশকিল। শুক্রবার রাতে ফের চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ফোনালাপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধনকুবের মার্কিন প্রেসিডেন্টের দাবি, জিনপিঙের সঙ্গে একাধিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তার মধ্যে ছিল বাণিজ্য বিষয়ক আলোচনাও। 

Advertisement

জানা গিয়েছে শুক্রবার রাতে কথা হয়েছে জিনপিং-ট্রাম্পের মধ্যে। এই ফোনালাপের কথা ‘ট্রুথ সোশালে’ জানিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, বাণিজ্য, ফেন্টানাইল (নিষিদ্ধ ওষুধ) এবং টিকটক সংক্রান্ত চুক্তি নিয়ে জিনপিঙের সঙ্গে তাঁর হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে আলোচনা হয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ নিয়েও। আলোচনার টেবিলে বসলেই যুদ্ধ থামবে, এই বিষয়ে একমত দুই রাষ্ট্রপ্রধান। আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন (অ্যাপেক) সম্মেলন রয়েছে। সেখানে জিনপিংয়ের সঙ্গে তাঁর দেখা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, ট্রাম্পের শুল্কবোমার জেরে ভারতের মতোই চিনের সঙ্গেও প্রাথমিকভাবে সম্পর্কের অবনতি হয়েছিল আমেরিকার। যদিও সেই পরিস্থিতির খানিক পরিবর্তন হয়েছে। দুই দেশ চুক্তিও স্বাক্ষর করেছে। এর মধ্যেই ত জুন মাসে শেষ বার কথা হয়েছিল ট্রাম্প-জিনপিঙের। ফের শুক্রবার রাতে উভয় রাষ্ট্রপ্রধান একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে গঠনমূলক আলোচনা করল। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প-জিনপিং ঘনিষ্ঠতায় ভারতের উপর চাপ বাড়ল। যেহেতু অতিরিক্ত মার্কিন শুল্কের পর বেজিংয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছিল দিল্লির। এখন কোন দিকে জল গড়াবে তা সময়ই বলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ