Advertisement
Advertisement
USA

‘মাশাআল্লাহ, ভারতকে উড়িয়ে দাও’, আমেরিকার বন্দুকবাজের বন্দুকে লেখা ভয়ংকর বার্তা! বাড়ছে আতঙ্ক

ভারতে কি তাহলে নতুন কোনও হামলার ছক কষছে আতঙ্কবাদীরা?

USA: "Nuke India", "Kill Trump": Minneapolis Shooter's Chilling Messages On Guns
Published by: Subhodeep Mullick
  • Posted:August 28, 2025 11:48 am
  • Updated:August 28, 2025 11:56 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত হয়েছে আমেরিকা। মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। তাঁদের মধ্যে রয়েছে খোদ হামলাকারীও। এরপরই শুরু হয় তদন্ত। আর তাতেই ভয়ংকর তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে, আততায়ীর কাছ থেকে যে বন্দুকগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে লেখা ছিল ভারত-বিরোধী স্লোগান। এই সংক্রান্ত একাধিক ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন সমাজকর্মী লরা লুমার। সেখানে দেখা যাচ্ছে, বন্দুকের গায়ে সাদায় কালিতে লেখা, ‘মাশাআল্লাহ, ভারতকে পরমাণু বোমা মেরে উড়িয়ে দাও।’ বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, ভারতে কি তাহলে নতুন কোনও হামলার ছক কষছে আতঙ্কবাদীরা?  

Advertisement

তবে শুধু ভারত-বিরোধী নয়। মার্কিন সমাজকর্মীর শেয়ার করা ওই ছবিতে আরও বেশ কিছু ভয়ংকর বার্তা লেখা ছিল। যেমন- ‘মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’, ‘ইজরায়েলের পতন অবশ্যম্ভাবী’ ইত্যাদি। মার্কিন পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলাকারীর নাম রবিন ওয়েস্টম্যান। তাঁর একটি ইউটিউব চ্যানেল ছিল। সেখানে অন্তত দু’টি ভিডিওর হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করে রাখা হয়েছে। সেগুলির উপর সাদা কালিতে ওই একই বার্তাগুলি লেখা রয়েছে। মনে করা হচ্ছে, বুধবারের হামলায় ওই অস্ত্রগুলিই ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই মার্কিন সরকারের নির্দেশে হামলাকারীর ইউটিউব চ্যানেলটি সরিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার আমেরিকার স্থানীয় সময় সকালবেলা মিনেপলিসের মিনেসোটার অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলি চলে। জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই পঠনপাঠন শুরু হয়েছিল ওই স্কুলটিতে। এদিন ওই বন্দুকবাজ স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনায় মৃত্যু হয় অন্তত ৩ জনের। তাঁদের মধ্যে রয়েছে হামলাকারী নিজেও। তবে মৃতেরা পড়ুয়া কিনা, তা এখনও জানা যায়নি। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০জন। তাঁদের মধ্য়ে ৫জন পড়ুয়া। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘বন্দুকবাজের হামলার দুর্ভাগ্যজনক ঘটনার সম্পর্কে খোঁজ নিয়েছি। গোটা ঘটনার দিকে নজর রাখছে হোয়াইট হাউস।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ