Advertisement
Advertisement
Ukraine

যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প, নীতি পালটে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল পাঠাচ্ছে আমেরিকা

পুতিনের উপর চাপ সৃষ্টি করছে আমেরিকা।

US to send long range powerful missiles to Ukraine
Published by: Subhodeep Mullick
  • Posted:August 27, 2025 3:08 pm
  • Updated:August 27, 2025 3:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন তিনি। সম্প্রতি দু’দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখাও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতেও ব্যর্থ হয়েছেন। এবার বিদেশ নীতি পালটে ইউক্রেনের হাতে দূরপাল্লার মিসাইল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা।

Advertisement

প্রথম সারির এক মার্কিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হাত শক্ত করতে বদ্ধপরিকর ট্রাম্প। সেই লক্ষ্যেই তাঁর প্রশাসন ৩৩৫০ ইউনিট ‘এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন’ (ইআরএএম) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশকে। যা কিনতে ইউক্রেনের খরচ পড়বে ৮৫ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪৫১ কোটি টাকা। জানা গিয়েছে, আগামী ছ’সপ্তাহের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলি ইউক্রেনকে পাঠানো শুরু করবে আমেরিকা। কী এই ‘এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাটাক মিউনিশন’ মিসাইল? এটি ২৪০ থেকে ৪৫০ কিলোমিটার পাল্লার বিশেষ ক্ষেপণাস্ত্র, যা শত্রুর ঘরে প্রবেশ করে বড়সড় আঘাত হানতে সক্ষম।

ওয়াকিবহাল মহলের মতে, এই ধরনের মিসাইল পাঠিয়ে আমেরিকা আসলে তার বিদেশনীতিতে পরিবর্তন আনল। এতদিন ধরে ট্রাম্প ইউক্রেনকে যে ধরনের অস্ত্র পাঠিয়েছে সেগুলি ছিল মূলত আত্মরক্ষার জন্য। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট চাইছেন, ইউক্রেন রাশিয়ার ঘরে ঢুকে বড়সড় আঘাত হানুক। শুধু তাই নয়, এর মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরও চাপ সৃষ্টি করতে চাইছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ