সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু যুদ্ধ লাগল বলে! গোটা বিশ্বের উপর আমেরিকা সাম্প্রতিক শুল্কচাপ এবার বদলে যেতে পারে পরমাণু লড়াইয়ে। যার দুই প্রতিপক্ষ বরাবরের যুযুধান আমেরিকা-রাশিয়া। শুক্রবার রাশিয়ার উদ্দেশে সোশাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ”রাশিয়া অত্যন্ত উসকানিূলক কথা বলছে। মনে রাখতে হবে, শব্দ খুব গুরুত্বপূর্ণ। তার জেরে যেন কোনও ফল ভুগতে না হয় রাশিয়াকে। তবে সেখানকার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি এখনও নিজেকে প্রেসিডেন্ট বলে মনে করেন, তাঁর মন্তব্যের পর আমি সঠিক স্থানে পরমাণু বোমা বহনে সক্ষম দুটি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”
সম্প্রতি ভারত এবং রাশিয়ার উপর চড়া হারে শুল্ক চাপিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ছিল, দু’দেশের অর্থনীতি ‘মৃত’। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি লিখেছিলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত কী করছে সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কারণ অনেক বেশি শুল্ক ওখানে। একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না।’ এরপর দুই দেশই তার কড়া জবাব দেয়। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ রীতিমতো কটাক্ষ করে বলেন, ”ডেথ (মৃত) নাকি ডেঞ্জারাস (বিপজ্জনক) তা বুঝতে হলে ট্রাম্পকে আরও একবার তাঁর পছন্দের জম্বি সিনেমাগুলো দেখতে হবে। ‘ডেথ হ্যান্ডে’র (মৃত হাত)কত জোর, তাও টের পাবেন।”
মেদভেদেভের এহেন মন্তব্যে ট্রাম্প এতটাই খেপে গিয়েছেন যে রাশিয়াকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসলেন। শুক্রবার নিজের ট্রুথ সোশালে তিনি লেখেন, ”রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভভ, যিনি এই মুহূর্তে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, তিনি অত্যন্ত উসকানিমূলক কথা বলছেন। তাঁর সেই কথাকে গুরুত্ব দিয়ে আমি নির্দিষ্ট ও যথাযথ এলাকায় দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি এটা বোঝানোর জন্য যে তাঁর কথার শুধু কথা নয়, তার চেয়েও বেশি কিছু। শব্দ খুব গুরুত্বপূর্ণ, যা অনেক সময় না চাইলেও খুব অনভিপ্রেত ঘটনার পথে চালিত করে। আশা করি, এক্ষেত্রে তেমন কিছু হওয়া এড়ানো যাবে।” কোনও লুকোছাপা নয়, একেবারে দিনের আলোর মতোই স্পষ্ট করে রাশিয়াকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.