Advertisement
Advertisement
Donald Trump

‘ভারত-পাক-সহ ৭টি যুদ্ধ থামিয়েছি’, কৃতিত্ব চেয়ে ফের নোবেল ‘ভিক্ষা’ ট্রাম্পের

ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়।

US President Donald Trump Claims He Stopped India-Pak War And Also Demand For Nobel Prize
Published by: Subhodeep Mullick
  • Posted:September 21, 2025 11:39 am
  • Updated:September 21, 2025 11:46 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। কিন্তু তা-ও থামার লক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফের ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব চাইলেন তিনি। শুধু তাই নয়, আবার নোবেল ভিক্ষাও করলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, “ভারত-পাকিস্তান-সহ মোট ৭টি দেশের যুদ্ধ থামিয়েছি। আমার নোবেল পাওয়া উচিত।”

Advertisement

শনিবার ট্রাম্প বলেন, “আমাকে বলা হয়েছে, যদি আমি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারি, তাহলে আমাকে নোবেল দেওয়া হবে। আমি জানিয়েছি, বাকি সাতটা যুদ্ধের কী হবে? বিশ্বে সাতটা যুদ্ধ আমি থামিয়েছি। প্রত্যেকটির জন্য একটি করে নোবেল পাওয়া উচিত আমার।” তিনি আরও বলেন, “বাণিজ্য অস্ত্র ব্যবহার করে ভারত-পাকিস্তানের মধ্যে আমি যুদ্ধ থামিয়েছি। ভারত-পাক ছাড়াও থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো- সার্বিয়া, ইজরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রাওয়ান্ডা- কঙ্গোর মধ্যে আমি যুদ্ধ থামিয়েছি। ৬০ শতাংশ ক্ষেত্রেই বাণিজ্য অন্ত্র ব্যবহার করা হয়েছিল।” ট্রাম্পের সংযোজন, “আমি ভেবেছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধান করা সহজ হবে। কারণ, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ভালো সম্পর্ক। কিন্তু তাঁর উপর আমি হতাশ। তবে কোনও না কোনও উপায়ে আমরা দু’দেশের সংঘাতে ইতি টানব।”

ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত প্রার্থী হিসাবেও মার্কিন প্রেসিডেন্ট বারবার নিজেকে তুলে ধরেছেন। পূর্বসূরী বারাক ওবামার উদাহরণ টেনে জানিয়েছেন, তিনি অল্প সময়ের মধ্যে এই পুরস্কার পেয়েছেন। নিজের দাবির সপক্ষে তাঁর যুক্তি, ক্ষমতায় আসার পর ৬-৭ যুদ্ধ থামিয়েছেন। হামাস-ইজরায়েল যুদ্ধ থামাতেও প্রস্তুত তিনি।

এহেন পরিস্থিতির মাঝে সম্প্রতি সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন বলেন, “এটা সত্যি যে একজন নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর আলোচনা চলছে। তবে এটাও সত্য যে সংবাদমাধ্যমের আলোচনা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। আমরা ঝাড়াই বাছাই করে যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই। আমাদের উপর কোনও চাপ নেই। বাইরের কোনও চাপ আমাদের প্রভাবিত করতে পারে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ