Advertisement
Advertisement
Narendra Modi-Volodymyr Zelenskyy

‘শান্তি’ প্রতিষ্ঠার কাতর আর্জি, SCO সম্মেলনের আগেই মোদিকে ফোন জেলেনস্কির

চিনে এসসিও বৈঠকে পুতিনের সঙ্গে আলাদা বৈঠক হওয়ার কথা মোদির।

Ukraine president Volodymyr Zelenskyy dials PM Narendra Modi and talks for peace

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 30, 2025 8:31 pm
  • Updated:August 30, 2025 8:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসসিও সম্মেলনে যোগ দিতে সবে চিনের তিয়ানজিন শহরে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দিনভর গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকবেন রাশিয়া, চিন-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। তারই ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা করে বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রী মোদির। আর তার ঠিক আগে মোদির সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর কাতর আর্জি, রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যেন পদক্ষেপ নেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই ফোনালাপের খবর জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। পাশাপাশি সোশাল মিডিয়ায় মোদির সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কিও।

Advertisement

দীর্ঘ প্রায় তিন বছর ধরে যুদ্ধে লিপ্ত রাশিয়া-ইউক্রেন। যুদ্ধবিরতির একাধিক উদ্যোগ সত্ত্বেও সুরাহা মেলেনি। এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদা করে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার টেবিলে বসেও সমাধানের পথ খুঁজতে ব্যর্থ হয়েছেন। আর তারপর থেকে এ বিষয়ে ‘বন্ধু’দেশ ভারতকে বেশি ভরসা করছে ইউক্রেন। আগেও প্রধানমন্ত্রী মোদিকে যুদ্ধবিরতিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ফের শনিবার ফোনে কথোপকথনে শান্তি প্রতিষ্ঠার কাতর আর্জি জানালেন জেলেনস্কি। সোশাল মিডিয়ায় তিনি এনিয়ে দীর্ঘ পোস্ট করেছেন। তাতে লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে যুদ্ধ বন্ধ করতে সক্রিয় ইউক্রেন। কিন্তু মস্কোর তরফে কোনও ইতিবাচক সংকেত নেই। আমরা জানি, ভারত আমাদের পাশে। যুদ্ধ বন্ধ করতে চায় ভারতও। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে। এসসিও বৈঠকের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলাদা বৈঠকে এবিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।’ জেলেনস্কির সঙ্গে ফোনে কথোপকথনের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে প্রধানমন্ত্রীর দপ্তরও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ