Advertisement
Advertisement
Russia

জোড়া ভূমিকম্পে কাঁপল রাশিয়ায় মাটি, জারি সুনামি সতর্কতা

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৭.৪ মাত্রার।

Tsunami warning in Russia after twin earthquakes hit Kamchatka region
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 20, 2025 1:46 pm
  • Updated:July 20, 2025 2:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প। রবিবার পর পর দু’বার কেঁপে উঠে রাশিয়ার মাটি। প্রশান্ত মহাসাগরের উপকূলে হওয়া জোড়া ভূমিকম্পের পর সুনামি জারি করা হয়েছে। দু’টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৭.৪ মাত্রার।

Advertisement

মাত্র আধঘণ্টার মধ্যে পরপর দু’টি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের তীব্রতা থিল ৬.৭। পরের ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪। এই দু’টি ভূমিকম্পের পরই জার্মানির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (GFZ) প্রশান্ত মহাসাগরের উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে।

রবিবার সকালে পূর্ব রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূলে জোরালো কম্পন অনুভূত হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, দু’টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে জোরালো কম্পনের মাত্রা ছিল ৭.৫। যদিও ইউরোপীয় ভূমধ্যেসাগরীয় জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, জোরালো ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Notable quake, preliminary info: M 7.4 – 144 km E of Petropavlovsk-Kamchatsky, Russia <a href=”//t.co/VuLNVF3mt9″>//t.co/VuLNVF3mt9</a></p>&mdash; USGS Earthquakes (@USGS_Quakes) <a href=”//twitter.com/USGS_Quakes/status/1946829951304683968?ref_src=twsrc%5Etfw”>July 20, 2025</a></blockquote> <script async src=”//platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

এদিকে যে অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে সেই অঞ্চলে প্রায় দু’লক্ষ মানুষের বসবাস। ফলে সুনামি হলে জনমানসে তার বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও, সুনামির আশঙ্কায় এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ