Advertisement
Advertisement

গুলিযুদ্ধে খতম জেএমবির সামরিক কমান্ডার

কুখ্যাত এই জঙ্গিকে বহুদিন ধরে খুঁজছিল পুলিশ।

Top JMB commander gunned down in Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2017 6:08 am
  • Updated:March 2, 2017 6:08 am   

সুকুমার সরকার, ঢাকা: এবার গুলিযুদ্ধে খতম হল জেএমবির সামরিক শাখার বাংলাদেশের উত্তরাঞ্চলীয় কমান্ডার আল-আমিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি (২৩)।বুধবার ভোররাত ৩টে নাগাদ বগুড়া জেলার জামনগরে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে রনি নিহত হয়। তার বাড়ি ইন্দো-বাংলা সীমান্ত সংলগ্ন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বুজরুকরাজারামপুর গ্রামে।

Advertisement

(নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত)

বৃহস্পতিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জেএমবি সদস্যরা নাশকতা চালাতে গোপন বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। রনি বোমা বিস্ফোরণ মামলারও আসামি।

(ঢাকায় গুলশন হামলার ‘অস্ত্র সরবরাহকারী’ গ্রেপ্তার)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস