সুকুমার সরকার, ঢাকা: এবার গুলিযুদ্ধে খতম হল জেএমবির সামরিক শাখার বাংলাদেশের উত্তরাঞ্চলীয় কমান্ডার আল-আমিন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি (২৩)।বুধবার ভোররাত ৩টে নাগাদ বগুড়া জেলার জামনগরে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে রনি নিহত হয়। তার বাড়ি ইন্দো-বাংলা সীমান্ত সংলগ্ন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বুজরুকরাজারামপুর গ্রামে।
বৃহস্পতিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জেএমবি সদস্যরা নাশকতা চালাতে গোপন বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। রনি বোমা বিস্ফোরণ মামলারও আসামি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.