সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতি বড় দুঃস্বপ্নেও বোধহয় এই দৃশ্য দেখেননি প্রত্যক্ষদর্শীরা। কিন্তু বাস্তবে তাই অক্ষমের মতো শুধু দাঁড়িয়ে দেখতে হল। কারও কিছু করার ক্ষমতা ছিল না। চোখের সামনে বিশাল রাইডটা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ১৪ বছরের কিশোরীর। দক্ষিণ চিনের চংকিং শহরের জনপ্রিয় জাহুয়া বিনোদন পার্কে শুক্রবার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ভাইরাল এই ভিডিওটি দেখেই নিজেই বিচার করুন আর বিনোদন পার্কের দুঃসাহসিক রাইডগুলি চড়বেন কিনা।
Horrific: A 14-year-old girl got thrown out of a malfunctioned swing ride and died at an amusement park in SW China’s Chongqing on Fri
Advertisement— People’s Daily,China (@PDChina)
কেমন করে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। সেই সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, যান্ত্রিক গোলযোগের জন্যই রাইড থেকে পড়ে যায় ওই কিশোরী। যদিও পার্ক কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে, রাইডে সবরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.