Advertisement
Advertisement
Syria Crisis

‘জঙ্গিরা দখল নিয়েছে সিরিয়ার’, প্রথমবার মুখ খুললেন ক্ষমতাচ্যুত আসাদ

জঙ্গিবাদকে বিপ্লবের প্রলেপ দেওয়া হচ্ছে, অভিযোগ সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের।

Syria Crisis: Bashar al-Assad's First Statement From Russia
Published by: Kishore Ghosh
  • Posted:December 16, 2024 7:42 pm
  • Updated:December 17, 2024 1:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদীরা দখল নিয়েছে সিরিয়ার, ক্ষমতা হারানোর পর প্রথমবার মুখ খুললেন বাশার আল আসাদ। মস্কো থেকে এক বিবৃতিতে ‘পরিকল্পিত’ ভাবে দেশত্যাগের বিষয়টি অস্বীকার করেন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। জানান, শেষ মুহূর্তে পরিস্থিতি বিবেচনা করেই দেশে ছেড়েছেন তিনি। খবর এএফপি সূত্রে।

Advertisement

২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্টের গদিতে বসেন আসাদ। বাবা হাফেজ আল আসাদের পর উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পান তিনি। যদিও গত ৮ ডিসেম্বর পালবদল ঘটে গিয়েছে। গৃহযুদ্ধে (Syria Crisis) জয় পেয়েছে বিদ্রোহী জঙ্গি সংগঠনগুলি। বাধ্য হয়ে দেশে ছেড়েছেন আসাদ। সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। সংবাদসংস্থা এএফপি-র দাবি, মস্কো থেকে প্রথমবার দেশত্যাগী আসাদ বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, “সন্ত্রাসবাদ সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় দামেস্কাসে পৌঁছায় জঙ্গিরা। প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ভাগ্য ও অবস্থান নিয়ে। জেহাদিদের জঙ্গিবাদকে বিদ্রোহীদের সংগ্রাম বলে চালাতে প্রচুর ভুয়ো তথ্য ও ভুল খবর ছড়ানো হয়েছিল।”

আসাদের বিবৃতিতে দেশত্যাগে রাশিয়ার ভূমিকার বিষয়ে বলা হয়, দামাস্কাসে বিদ্রোহীদের প্রবেশের একদিন পর ৮ ডিসেম্বর সেনাঘাঁটি থেকে রুশ সেনার সাহায্যে মস্কো উড়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। যদিও গৃহযুদ্ধ চলাকালীন পদত্যাগ বা আশ্রয় চাওয়ার কথা ভাবেননি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। বরং জঙ্গিবাদের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। বর্তমানে মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকলেও সিরিয়ার সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে বলেই জানিয়েছেন বাশার আল আসাদ। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী? জানাননি আসাদ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ