সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাকলেই তাঁর সাড়া পেতেন সাধারণ মানুষ৷ টুইটারের মাধ্যমে যে কেউ পৌঁছে যেতে পারতেন তাঁরা কাছে৷ সাহায্য চাইলে মুহূর্তে দূর হয়ে যেত অসুবিধা৷ মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে পাড়ি দিয়েছেন এহেন ‘জনগণের বিদেশমন্ত্রী’ সুষমা স্বরাজ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসী তথা বিশ্ববাসী৷ আর তাই দেশ, সীমানার গণ্ডি অতিক্রম করে প্রিয় ‘সুষমাজি’কে শ্রদ্ধ জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন৷ যাদের মধ্যে রয়েছেন অনেকেই পাকিস্তানের নাগরিকরাও৷
Even if you are stuck on the Mars, Indian Embassy there will help you.
— Sushma Swaraj (@SushmaSwaraj)
তাঁদের দেশের শিরিন শিরাজ, শাহজায়িব ইকবাল, হিরা শাইরাজদের সাহায্য করার জন্য প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রীর আত্মার শান্তি কামনা করছেন পাক নেটিজেনরা৷ কেউ কেউ লিখলেন, ‘‘মুসলিম হিসাবে আমরা যদিও পরজন্মে বিশ্বাস করি না৷ তবে সত্যি পরজন্ম বলে কিছু থাকলে, সুষমা স্বরাজ যেন পাকিস্তানে জন্মগ্রহণ করেন এবং এখানে রাজনীতি করেন৷’’
We as Muslims don’t believe in dusra Janam… But if there’s any, I would want to be born in Pakistan and become a politician here..
— Lone Wolf (@Pak_Faujj)
Such a talented human she was, the best India could get as their FM.
জানা গিয়েছে, মেয়ে শিরিন শিরাজের ওপেন হার্ট সার্জারির জন্য সুষমার কাছে ভারতের ভিসা গ্রাহ্য করার অনুরোধ করেছিলেন পাকিস্তানের নাগরিক হিরা শিরাজ৷ টুইটারের মাধ্যমে সেই আরজি পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের ভারতে আসার ব্যবস্থা করেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ যথাযথ চিকিৎসার মাধ্যমে মেয়েকে প্রাণে বাঁচাতে সমর্থ হন শিরিন৷ একই ভাবে, লিভার প্রতিস্থাপনের জন্য সুষমার কাছে ভারতের ভিসা গ্রাহ্য করার আরজি জানিয়েছিলেন লাহোরের বাসিন্দা শাহজাইব ইকবাল৷ টুইটারে তিনি লেখেন, ‘‘আল্লাহর পর আপনি আমাদের শেষ ভরসা…দয়া করে ইসলামাবাদের দূতাবাসকে (ভারতে অবস্থিত) আমাদের মেডিক্যাল ভিসা দিতে বলুন৷ ’’ জানা গিয়েছে এই আরজিও মেটান প্রাক্তন বিদেশমন্ত্রী৷ কেবল এই হাতে গোটা দু-একজন নন, এভাবে সুষমার সাহায্যে পেয়েছেন দেশ-বিদেশের অসংখ্য মানুষ৷ এমনকী, বিদেশে কোনও ভারতীয় আটকে গেলেও, তাঁকে উদ্ধারে ত্রাতার ভূমিকা নিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷
Dis is nothing she helped a lot of Pakistani people
— Ritu (@Ritu25897050)
কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তাপ যখন চরমে পৌঁছে গিয়েছে, তখন সুষমা স্বরাজের মৃত্যুতে শোকজ্ঞাপন করছেন সেদেশের নেটিজেনরা৷ ইন্দিরা গান্ধীর পর তাঁকেও ভারতীয় রাজনীতির ‘লৌহ মানবী’ বলে উল্লেখ করছেন পাক নেটিজেনদের একাংশ৷
Even if you are stuck on the Mars, Indian Embassy there will help you.
— Sushma Swaraj (@SushmaSwaraj)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.