সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে দুর্নীতিগ্রস্ত শাসকদের সরানোয় ‘জেন জি’ বিপ্লবীদের যেমন প্রশংসা হচ্ছে, তেমনই নিন্দা হচ্ছে আন্দোলনের নামে দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালানোয়। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকির কাছে এর জন্য ক্ষমা চেয়েছে ‘জেন জি’র প্রতিনিধিরা। পরিস্থিতি এমনই যে নেপালের সুপ্রিম কোর্ট পোড়া ভবনে কাজ করা যাচ্ছে না। সোমবার সকালে আদালতের সামনে সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু হল। ওই তাঁবুর উপরে লেখা হয়েছে ‘সুপ্রিম কোর্ট নেপাল’। জানা গিয়েছে , বিক্ষোভকারীদের রোষাণলে ছাই হয়ে গিয়েছে ৬২ হাজার নথি!
ছাত্র-যুব বিক্ষোভের আগুন নেপালের নেতা-মন্ত্রীদের বাসভবন ভস্মীভূত হয়েছে। এছাড়াও সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, বিভিন্ন শহরের একাধিক পৌরভবন, গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ভবন পোড়ানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, জিডিপি নেমে এসেছে এক শতাংশে। এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে বুদ্ধের দেশে। এদিন সুপ্রিম কোর্টে হামলার নিন্দা করেন প্রধান বিচারপতি প্রকাশমান সিংহ রাউত। পাশাপাশি তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন, “যে কোনও পরিস্থিতিতেই আমরা ন্যায়বিচারের পথ ধরে চলব। আদালতের কাজ বন্ধ হবে না।”
বুদ্ধের দেশের সর্বোচ্চ আদালতের বিপুল ক্ষয়ক্ষতির কথা জানান প্রবীণ আইনজীবী পূর্ণমান শাক্য। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রায় ৬২ হাজার মামলার নথি নষ্ট হয়ে গিয়েছে। আক্ষেপের সুরে তিনি বলেন, নেপালের বিচারব্যবস্থার বহু অমূল্য নথি আর কখনওই পুনরুদ্ধার করা যাবে না! এই অবস্থায় বহু গুরুত্বপূর্ণ মামলার ভবিষ্যৎ কী? উত্তর জানা নেই প্রশাসনের কাছেও।
প্রসঙ্গত, শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কারকি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখ খুলেই কারকি সাফ জানিয়ে দিলেন, ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি। সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবারপিছু নেপালি মুদ্রায় ১০ লক্ষ আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন সুশীলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.