সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যস্মিন দেশে যদাচার’ মুখে বলি বটে। তবে বাস্তবে করা কঠিন। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় (South Korea) বেড়াতে গিয়ে কুকুরের মাংস খেতে হবে আপনাকে। যুগের পর যুগ ধরে কুকুরের মাংস খাওয়ার রীতি রয়েছে সে দেশে। যদিও সেই প্রথায় এবার নিষেধাজ্ঞা জারি হচ্ছে। চলতি বছরের শেষ থেকেই দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া বেআইনি হচ্ছে! কয়েক হাজার বছরের প্রথায় হঠাৎ দাড়ি টানা হল কেন?
দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন পিপল পওয়ার পার্টির তরফে কুকুরের মাংস খাওয়ায় নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। অন্যতম কারণ প্রাণীর উপর নিষ্ঠুরতা নিয়ে নবীন প্রজন্মের সংবেদনশীলতা। তাঁরা কুকুরের মাংস খাওয়া একেবারেই মেনে নিচ্ছে না। শুরু হয়েছে প্রতিবাদ। এছাড়াও আন্তর্জাতিক পশুপ্রেমী সংস্থাগুলির নিরন্তর বিরোধিতা। সব মিলিয়ে এবার কয়েক শতকের প্রথা বন্ধের নির্দেশ দিতে বাধ্য হল সে দেশের প্রশাসন।
পিপল পওয়ার পার্টি তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আগামী তিন বছরের জন্য নিষেধাজ্ঞার জারি হবে। বড় সমস্যা, কুকুরের মাংসের ব্যবসার সঙ্গে জড়িতদের বিকল্প কর্মসংস্থান। সেই বিষয়ে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট উন সুক উওল এবং তাঁর স্ত্রী কিছুদিন আগেই বেশ কয়েকটি পথ কুকুরকে পোষ্য হিসেবে নিয়েছেন। সরকারের এক প্রতিনিধি জানান, কুকুরের মাংস খাওয়ার মতো ‘কুপ্রথা’ বন্ধের সময় হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.