সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হানা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। বন্দুকবাজও মারা গিয়েছে বলে খবর। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। অন্তত ২০ জন গুরুতর আহত। গোটা ঘটনার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজর রাখছেন বলে জানা গিয়েছে। স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের জন্য প্রার্থনা করছেন স্থানীয় গভর্নর।
বুধবার আমেরিকার স্থানীয় সময়ে সকালবেলা গুলি চলেছে মিনেপলিস মিনেসোটার অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে। জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই পঠনপাঠন শুরু হয়েছিল ওই স্কুলটিতে। বুধবার এক বন্দুকবাজ স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। তবে তারপর বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলে খবর। গুলিবৃষ্টিতে আরও দু’জনের মৃত্যু হয়েছে। তবে তারা পড়ুয়া কিনা তা এখনও জানা যায়নি। অন্তত ৫জন পড়ুয়া এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত গোটা আমেরিকা। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তিনি জানান, ‘হিংসার এই জঘন্য ঘটনার মাধ্যমে যেসব পড়ুয়া এবং শিক্ষকদের প্রথম সপ্তাহটা নষ্ট হল, তাদের জন্য প্রার্থনা করছি।’ এক্স হ্যান্ডেলে তিনি জানান, হামলার খবর পেয়েই পুলিশ, এফবিআই আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বন্দুকবাজের কবল থেকে উদ্ধার করে স্কুল থেকে বের করা হয়। জানা গিয়েছে, সকালের প্রার্থনা চলাকালীন হামলা চালিয়েছে বন্দুকবাজ।
গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ট্রাম্প। নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘বন্দুকবাজের হামলার দুর্ভাগ্যজনক ঘটনার সম্পর্কে খোঁজ নিয়েছি। গোটা ঘটনার দিকে নজর রাখছে হোয়াইট হাউস।’ উল্লেখ্য, মঙ্গলবারও মিনেপলিসের একটি স্কুলের সামনে হামলা চালিয়েছিল বন্দুকবাজ। তাতে একজনের মৃত্যু হয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফের শিক্ষাঙ্গনে হামলার সাক্ষী থাকল আমেরিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.