Advertisement
Advertisement

Breaking News

Shehbaz Sharif

‘ভারতের সঙ্গে আলোচনা চাই’, অপারেশন সিঁদুরে ‘বিধ্বস্ত’ হয়ে ফের সুর নরম শাহবাজের

সংঘর্ষবিরতির আবহে বেশ কয়েকবার ভারতের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছে পাকিস্তান।

Shehbaz Sharif once again said he wants talks with India
Published by: Anwesha Adhikary
  • Posted:May 27, 2025 10:30 am
  • Updated:May 27, 2025 10:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর থেকেই বারবার ভারতের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছে পাকিস্তান। আবারও সেই একই কথা শোনা গেল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখে। সোমবার ‘বন্ধু’ ইরানের মাটিতে দাঁড়িয়ে তিনি বললেন, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা যায়।

অপারেশন সিঁদুরের পর ‘বন্ধু’ রাষ্ট্রগুলিতে সফর করছেন পাক প্রধানমন্ত্রী। তুরস্কের পর সোমবার তিনি ইরানে পৌঁছন। তেহরানেই শাহবাজ বলেন, “কাশ্মীর সমস্যা, জল সমস্যা-সমস্ত কিছুই মেটাতে চাই আমরা। আলোচনার মাধ্যমেই তা হতে পারে। এছাড়াও সন্ত্রাসদমন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়েও প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় আগ্রহী আমরা।” যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানান, সন্ত্রাসদমন এবং পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া আর কোনও কিছু নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে না।

উল্লেখ্য, কয়েকদিন আগে পাকিস্তানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহবাজ বলেছিলেন, “চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। সেগুলি হল কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ”। তিনি আরও বলেন, চিনে আলোচনায় রাজি হবে না ভারত। ইংল্যান্ডে হতে পারে। তবে উভয়পক্ষের সবচেয়ে পছন্দের স্থান হতে পারে সৌদি আরব। সে ক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ায় সম্মত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে চলা জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। এই হামলায় প্রত্যক্ষ মদত ছিল পাকিস্তানের। হামলার দায়ও নেয় লস্কর ই তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই অবস্থায় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড় ঘরে হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গিদের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়। সেনা ও আইএসআই লালন করছিল এই সন্ত্রাসের কারখানা। সেই ঘটনার পর পাকিস্তানের হামলা ও পালটা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। সংঘর্ষবিরতির আবহে বেশ কয়েকবার ভারতের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement