সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মুখোশ খুলে দিলেন শশী থারুর। আমেরিকায় গিয়ে তিনি স্পষ্ট জানালেন, সিঁদুর হারানো মহিলাদের কান্না শুনেছে ভারত। তাই যে রঙের সিঁদুর মুছে গিয়েছিল, সেই একই রঙের রক্ত ঝরবে হামলাকারীদের শরীর থেকে। এমন বার্তা দেওয়ার পরে অবশ্য নিজের দলের অন্দরেই তোপের মুখে পড়েছেন কংগ্রেস সাংসদ।
কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের নেতা হিসাবে আমেরিকায় পৌঁছেছেন শশী থারুর। পানামায় ভারতীয়দের সমাবেশে তিনি বলেন, “কয়েকজন মহিলা কেঁদে কেঁদে জঙ্গিদের অনুরোধ করেছিলেন তাঁদেরও যেন হত্যা করা হয়। কিন্তু জঙ্গিরা বলেছিল এই হামলার কথা সকলকে জানাতে। আমরা সেই মহিলাদের কান্না শুনেছি। তারপর সিদ্ধান্ত নিয়েছি, যে লাল রঙের সিঁদুর আমাদের মহিলাদের কপাল থেকে মুছে গিয়েছিল, সেই লাল রঙের রক্তই ঝরানো হবে জঙ্গিদের দেহ থেকে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে শশী আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর কেন গুরুত্বপূর্ণ ছিল। জঙ্গিরা ২৬জন মহিলার সিঁদুর মুছে দিয়েছিল, তাদের বিবাহিত জীবনের অধিকার কেড়ে নিয়েছিল। গত কয়েকবছরে জঙ্গিরা বুঝতে পেরেছে, হামলা করলে তার মূল্যও চোকাতে হবে।” কংগ্রেস সাংসদের কথায়, অতীতে কখনও নিয়ন্ত্রণরেখা পেরয়নি ভারত। কার্গিল যুদ্ধের সময়ও এমনটা হয়নি। কিন্তু উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে প্রথমবার সীমান্ত পেরিয়ে প্রত্যাঘাত করেছে ভারত।
কিন্তু বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের জয়গান গাওয়ার জন্য নিজের দলের অন্দরেই তোপের মুখে পড়লেন শশী। হাত শিবিরের নেতা উদিত রাজ বলেন, “উনি তো বিজেপির সুপার মুখপাত্র। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের সমর্থনে উনি যত কথা বলেছেন ততটা বিজেপি নেতারাও বলেননি।” প্রশ্ন উঠছে, অপারেশন সিঁদুরের আবহে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তাহলে বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের প্রশংসা করায় দলের অন্দরেই কেন কটাক্ষের শিকার হবেন কংগ্রেস সাংসদ?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.