সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আমলে ভারত-আমেরিকার সখ্যতা সর্বজনবিদিত। কিন্তু মার্কিন মসনদে এখন পালাবদল হয়েছে। প্রেসিডেন্ট পদে বসেছেন জো বাইডেন (Joe Biden)। দু’দেশের সম্পর্ক মজবুত করতে জো বাইডেনের আমলে প্রথমবার আমেরিকা সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। আর সেখানে গিয়েই মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তিনি। একাধিক বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনাও সারেন বিদেশমন্ত্রী।
মঙ্গলবার রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাতের পর বুধবার পৃথকভাবে বৈঠক সারলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর অ্যাভ্রিল হেইনস, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকসের সঙ্গে। ভ্যাকসিন উৎপাদন, দ্বিপাক্ষিক বাণিজ্য, কোয়াড, ইন্দো-প্যাসিফিক এলাকায় শান্তিস্থাপন এবং আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার-একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে বৈঠকে আলোচিত বিষয়গুলি টুইটে জানানও বিদেশমন্ত্রী এস জয়শংকর।
জানা গিয়েছে, মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইন্দো-প্যাসিফিক এলাকার বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন জয়শংকর। এছাড়া মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন টাইয়ের সঙ্গেও পৃথক বৈঠক সারেন বিদেশমন্ত্রী। সেখানে ভ্যাকসিন উৎপাদন, কোয়াড নিয়ে কথা বলেন। এরপর আবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকস এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর অ্যাভ্রিল হেইনস সঙ্গেও দেখা করেন জয়শংকর। দীর্ঘক্ষণ আলোচনা সারেন। পরবর্তীতে টুইটে সেকথা জানান।
External Affairs Minister Dr S Jaishankar held wide ranging conversation this morning with members of US-India Business Council and US Global Task Force on pandemic relief: Embassy of India, Washington DC
— ANI (@ANI)
Good discussions with US Trade Representative Katherine Tai. Our trade, tech & business cooperation at core of strategic partnership. Enhancing them vital to post-Covid economic recovery. Welcomed her stance on IPR issues & support for efficient supply chains: EAM Jaishankar
— ANI (@ANI)
I met today with India’s Minister Jaishankar. Our people-to-people ties and our values are the foundation of the US-India partnership and will help us end the pandemic, lead on climate, and support a free and open Indo-Pacific: US National Security Advisor Jake Sullivan
— ANI (@ANI)
They agreed that people-to-people ties and shared values are the foundation of the US-India strategic partnership that is helping to end the pandemic, supporting a free and open Indo-Pacific, and providing global leadership on climate change: NSC Spokesperson Emily Horne
— ANI (@ANI)
“Pleased to meet NSA Jake Sullivan. Wide-ranging discussions including on Indo-Pacific & Afghanistan. Conveyed appreciation for US solidarity in addressing Covid challenge. India-US vaccine partnership can make a real difference,” tweets External Affairs Minister Dr Jaishankar
— ANI (@ANI)
External Affairs Minister Dr S Jaishankar meets Director of National Intelligence Avril Haines
“Look forward to working closely together to address contemporary security challenges and advance our strategic partnership,” he tweets
— ANI (@ANI)
এর আগে মঙ্গলবারই আমেরিকার মাটিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সঙ্গে বৈঠক সারেন এস জয়শংকর। সেখানে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক নিরাপত্তা, দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভূ-কৌশলগত পরিস্থিতি, আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে কথা বলেন। পাশাপাশি টিকাকরণ নীতি নিয়েও আলোচনা হয়। প্রসঙ্গত, আগামী ২৮ মে পর্যন্ত মার্কিন মুলুকে থাকবেন বিদেশমন্ত্রী। যোগ দেবেন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.