Advertisement
Advertisement
Russia

পাকিস্তানে ২২ হাজার কোটির বিনিয়োগ! ইসলামাবাদের ‘মিথ্যাচার’ ফাঁস ভারতবন্ধু রাশিয়ার

কী বলল রাশিয়া?

Russia not do any deal to rebuild steel plant in Pakistan
Published by: Amit Kumar Das
  • Posted:May 30, 2025 7:47 pm
  • Updated:May 31, 2025 5:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই পাকিস্তানের সঙ্গে বড়সড় আর্থিক চুক্তি সম্পন্ন করেছে রাশিয়া! ২.৬ বিলিয়ন ডলারের এই চুক্তির মাধ্যমে করাচিতে তৈরি করা হবে আধুনিক স্টিল প্ল্যান্ট। সম্প্রতি এমনই দাবি করা হয়েছিল একাধিক পাক সংবাদমাধ্যমে। তবে সে দাবি পুরোপুরি ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হল রাশিয়ার তরফে। শুধু তাই নয় সংবাদ সংস্থার তরফে জানা যাচ্ছে, রুশ-ভারত সম্পর্ক নষ্ট করার এমন প্রচেষ্টার চরম নিন্দা করা হয়েছে রাশিয়ার তরফে।

Advertisement

পাক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল, ২.৬ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্ক প্রায় ২২ হাজার কোটির একটি চুক্তি হয়েছে রাশিয়া ও পাকিস্তানের। যার মাধ্যমে ১৯৭০-এর দশকে সোভিয়েত জমানায় পাকিস্তান স্টিল মিল (পিএসএম) ডিজাইন এবং অর্থায়ন করা হয়েছিল। যদিও পরে তা বন্ধ হয়ে যায়। ১৩ মে ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হারুন আখতার খান এবং মস্কোর প্রতিনিধি ডেনিস নাজারুফের মধ্যে এই কারখানা চালু করতে বৈঠক হয় ও চুক্তি হয়। তবে মস্কোর তরফে বৈঠকের বিষয়টি স্বীকার করা হলেও চুক্তি সম্পন্ন সংক্রান্ত যে দাবি করা হয়েছে তা অস্বীকার করার পাশাপাশি নিন্দা করা হয়েছে। সূত্রের খবর, ওই প্রতিবেদনের নিন্দা করে মস্কোর তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রাশিয়া দীর্ঘদিনের বন্ধু ভারতের পাশেই দাঁড়িয়েছে। সেই আবহে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের চেষ্টা করছে পাকিস্তান।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে পাকিস্তানের এই চুক্তি অনেক পুরনো। ১৯৭০-এর দশকে সোভিয়েত জমানায় এই প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল। ১৯৯২ সাল পর্যন্ত এই প্ল্যান্ট রমরমিয়ে চালু থাকে। এরপর দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে এই কারখানা ২ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার লোকসানের মুখে পড়ে। এই অবস্থায় আর্থিক ও প্রযুক্তিগত সমস্যার জেরে ২০১৫ সালে এই প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়। নতুন করে রাশিয়ার সঙ্গে চুক্তি করে সেই কারখানাই নতুন করে খুলতে চলেছে পাকিস্তান। ইসলামাবাদ চায়, নয়া চুক্তির মাধ্যমে রাশিয়া পাকিস্তানকে অত্যাধুনিক প্রযুক্তির সমস্ত মেশিন পাঠাবে। পাকিস্তানের আশা এই প্ল্যান্টের জেরে তাদের স্টিল আমদানির পরিমাণ ৩০ শতাংশ পর্যন্ত কমে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ