সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা রাশিয়ার (Russia) সমর্থক। ছেলে আবার ঘোর পুতিন বিরোধী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আঁচ পড়ল মা-ছেলের সম্পর্কেও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় ছেলেকে ত্যাজ্যপুত্রই করে দিলেন মা। যুদ্ধকে ঘিরে রাশিয়ার মানুষের মধ্যে ঠিক কেমন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা আবারও পরিষ্কার হয়ে গেল এই ঘটনায়।
জানা গিয়েছে, রাশিয়ান মডেল ও অভিনেতা বছর তিরিশের জাঁ মিশেল স্কারবেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যুদ্ধ নিয়ে। ইনস্টাগ্রামে এমনিতেই জনপ্রিয় তিনি। তাঁর হাজার হাজার ফলোয়ার। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনা। এরপরই ওই হামলার বিরোধিতা করে পোস্ট করেন তিনি। ভিডিও ও যুদ্ধের নানা খবর শেয়ার করতে দেখা যায় তাঁকে। মিশেলের মূল বক্তব্যই ছিল, এই ভাবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করায় তিনি তাঁর দেশের আচরণে লজ্জিত।
এই পোস্টগুলি দেখেই অসন্তুষ্ট হন মিশেলের মা। সংবাদ সংস্থায় রয়টার্সকে মিচেল জানিয়েছেন, ”মা আমাকে ফেসবুকে টেক্সট করে বলে, আমি একজন দেশদ্রোহী।” এরপরই ছেলেকে সোশ্য়াল মিডিয়ায় ব্লক করে দেন ওই মহিলা। পরে প্রকাশ্যেই ছেলের নিন্দা করে তাঁকে ত্যাজ্যপুত্রও ঘোষণা করেন তিনি। মাকে ছেলে টাকা পাঠালে তিনি তা নিতে অস্বীকারও করেন।
কিন্তু কেন এই যুদ্ধে নিজের দেশকে সমর্থন করছেন না মিশেল? এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি সিএনএন-কে জানিয়েছেন, ইউক্রেনে তিনি গিয়েছেন অনেক বার। সেখানে তাঁর বন্ধুরাও রয়েছে। তাঁর কথায়, ”বড় বড় শহর থেকে যাঁরা দূরে থাকেন, তাঁরা টিভি চালিয়ে খবর দেখেন। এবং তাঁরা নিরপেক্ষ মিডিয়ার থেকেও সরকারি মিডিয়াকে অনেক বেশি বিশ্বাস করেন।”
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপরে হামলা চালায় রুশ বাহিনী। তারপর থেকেই কিয়েভ-সহ নানা শহরের ভয়ংকর ছবি প্রকাশ্যে এসেছে। এর মধ্যে অন্যতম বুচা শহরের গণহত্যা। যা দেখে নিন্দায় মুখর বিশ্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.