Advertisement
Advertisement
Ukraine

রাতভর তাণ্ডব, ৫৮০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনে! রুশকে রুখতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি

রুশ হামলার ভয়াবহ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জেলেনস্কি।

Russia Launches Massive Attack On Ukraine, 3 Killed
Published by: Amit Kumar Das
  • Posted:September 20, 2025 7:04 pm
  • Updated:September 20, 2025 8:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা রাত ধরে ইউক্রেনে তাণ্ডব চালাল রাশিয়া। সারারাত ধরে ৫৮০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ধ্বংসলীলা চালাল ইউক্রেনের মাটিতে। এই হামলায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার টেলিগ্রামে এই হামলার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। লাগাতার রুশ আগ্রাসনে কোণঠাসা জেলেনস্কি গুরুতর এই পরিস্থিতিতে শীঘ্রই ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তিনি।

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ‘সারারাত ধরে ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সাধারণ মানুষকে নিশানা করে। সাধারণ মানুষের ঘরবাড়ি ও কারখানায় এই হামলা চলে। অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র, ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল এবং প্রায় ৫৮০টি ড্রোনে হামলা চলে। ভয়ংকর এই হামলা রুখে দিতে সারারাত ধরে যে জওয়ানরা আকাশসীমা পাহারা দিয়েছেন তাদের ধন্যবাদ। এবং আমাদের এফ-১৬ বিমানের পাইলটরা এই হামলা রুখে দিয়েছেন।’ সোশাল মিডিয়ায় এই হামলার একাধিক ছবি তুলে ধরেছেন জেলেনস্কি।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রুশ হামলার জেরে উত্তরে চেরনিহিভ অঞ্চলে এবং পশ্চিমে খমেলনিটস্কি অঞ্চলে দুইজন নিহত হয়েছেন। ডিনিপ্রোতে ক্লাস্টার বোমা ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল একটি আবাসনে। যার জেরে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, এই হামলার জেরে আহত হয়েছেন অন্তত ২৬ জন। রাশিয়ার আগ্রাসন রুখে দিতে কিয়েভ ইউরোপের দেশগুলিকে তাদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। ইউক্রেনে আরও বিমান প্রতিরক্ষা সামগ্রী পাঠানোর পাশাপাশি রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। এই অবস্থায় আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফের দেখা করতে চলেছেন জেলেনস্কি। প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের জন্য নিরাপত্তার গ্যারান্টি ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার জারির বিষয়ে আলোচনা করবেন তিনি। কিয়েভের দাবি, যদি রাশিয়া যুদ্ধবিরতির পথে না হাঁটে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা লাগু করা হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ