সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে লন্ডনের রাস্তায় পাক বিরোধী বালোচ বিক্ষোভ। তার আঁচ পৌঁছে গেল ব্রিটিশ পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson) বাড়ির সামনেও। হাতে পোস্টার নিয়ে শয়ে শয়ে বিক্ষোভকারী নামলেন পথে। এর জেরে নিরাপত্তা কয়েকগুণ বাড়ল ১০, ডাউনিং স্ট্রিট এবং ব্রিটিশ পার্লামেন্টের। বিক্ষোভ চলল কানাডাতেও।
The Free Balochistan Movement held a protest demonstration outside the official residence of UK Prime Minister Boris Johnson, in London yesterday, to mark the International Day of the Victims of Enforced Disappearances
Advertisement— ANI (@ANI)
৩০ আগস্ট ছিল International Day of the Victims of Enforced Disappearances. এই দিনটিকেই পাক বিরোধী বিক্ষোভের জন্য বেছে নিল সিন্ধ বালোচ ফোরাম। পাক অধিকৃত সিন্ধ এবং বালোচ প্রদেশের মানুষজনের উপর পাক সেনার অত্যাচারের অভিযোগে সরব হন ফোরামের সদস্যরা। ফোরামের পক্ষ থেকে বিবৃতি দিয়ে অভিযোগ তোলা হয়, ৪০ জন সমাজকর্মীর কোনও খোঁজ মিলছে না। তাঁদের জোর করে আটকে রাখা হয়েছে। এছাড়া প্রচুর মানুষকে খুন করে দেহ লোপাট করে রাখা হয়েছে। এসবের বিরুদ্ধে ফোরামের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লন্ডন এবং কানাডার প্রবাসী বালোচ ও সিন্ধের মানুষজন প্রতিবাদ দেখালেন।
সিন্ধ, বালোচ প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। সুরাহা চেয়ে মানবাধিকার সংগঠনের সর্বোচ্চ স্তর পর্যন্ত আবেদন জানানো হয়েছে। কিন্তু পাক সরকারের অনমনীয় মনোভাবে সেখানকার পরিস্থিতি ফেরানো যায়নি বলে অভিযোগ আন্তর্জাতিক সংগঠনগুলির। ফলে রোষ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় ৩০ আগস্ট পোস্টার হাতে পথে নেমে প্রতিবাদের সুর চড়ালেন তাঁরা। কানাডার রাস্তায়ও চলল বিক্ষোভ মিছিল। যদিও কলেবরে তা লন্ডনের বিক্ষোভের চেয়ে অনেকটাই কম।
Canada: Baloch, Sindhis & Pashtuns staged a protest on Sunday in Toronto to mark ‘International Day of Forced Disappearances’, demanding UN & international communities to press Pakistan to end forced disappearances, enforced conversion to Islam & extrajudicial killings.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.