সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মহামারীর তাণ্ডবের মাঝেই ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করলেন জো বিডেন (Joe Biden)। শপথগ্রহণের পরই তাঁকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
My warmest congratulations to Joe Biden on his assumption of office as President of the United States of America. I look forward to working with him to strengthen India-US strategic partnership: Prime Minister Narendra Modi
Advertisement— ANI (@ANI)
ক্যাপিটল হিলে তাঁর সঙ্গেই শপথ নিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও (Kamala Harris)।
US: Kamala Harris sworn-in as the first female Vice President of the United States of America.
— ANI (@ANI)
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ বিশিষ্টরা। জাতীয় সংগীত পরিবেশন করেন লেডি গাগা (Lady Gaga)। তাঁদের শপথগ্রহণ সময় অভূতপূর্ব বেশ কিছু জিনিস দেখা গেল যা আগে কখনও হয়নি। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল ক্যাপিটল হিলের ন্যাশনাল মলে দর্শকের অনুপস্থিতি। এর আগে প্রতিবার শপথগ্রহণ অনুষ্ঠান যাতে সাধারণ দর্শক দেখতে পারেন, তার জন্য প্রায় দু’লক্ষ টিকিট বিক্রি হয়। এবার কোভিডের ধাক্কায় তা হয়নি। বরং সেই জায়গাটা ভরানো হয়েছে লক্ষ-লক্ষ আমেরিকান পতাকা দিয়ে।
| US: Lady Gaga sang the national anthem of the United States at the inauguration ceremony at the US Capitol.
— ANI (@ANI)
এবারই প্রথম বিডেন এবং হ্যারিসের সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণ শক্তি মোতায়েন করেছে ন্যাশনাল গার্ড। অন্যান্য বার ন্যাশনাল গার্ডের হাজার দশেক নিরাপত্তারক্ষী প্রেসিডেন্টের শপথগ্রহণে হাজির থাকেন। কিন্ত, এবার ২৫ হাজার ন্যাশনাল গার্ডকেই হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
অন্যান্যবার শপথগ্রহণের পরে হোয়াইট হাউস চত্বরে প্যারেড করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে দেখার জন্য রাস্তায় ভিড় করেন হাজার হাজার আমেরিকানও। কিন্ত, এবার তাও হয়নি না। বিডেনের প্যারেডে দর্শক সমাগম নিষিদ্ধ ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.