সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত ভুলে ফের একবার কাছাকাছি ভারত-চিন! সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে যোগ দিতে চিনের তিয়ানজিন শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নিজের সরকারি গাড়ি ছেড়ে দিয়েছেন শি।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে দেশের মাটিতে “Made in China” Hongqi গাড়িতে চড়ছেন প্রধানমন্ত্রী। এই গাড়ি যথেষ্ট সম্মানের। ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, চিনের মাটিতে তৈরি এই গাড়ি প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি সফরে ব্যবহার করে থাকেন। সেই গাড়িতে চিনের রাস্তায় মোদির সফর দু’দেশের সম্পর্ক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
Hongqi L5 গাড়িটি “রেড ফ্ল্যাগ” নামেও পরিচিত। তথ্য বলছে, ২০১৯ সালে মহাবালিপুরমে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের সময় শি জিনপিং এই গাড়িটি ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, এই গাড়ির সঙ্গে জড়িয়ে আছে একাধিক ইতিহাস। প্রশাসনিক ক্ষেত্রেও এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। চিনের সরকারি গাড়ি প্রতিষ্ঠান সংস্থা ফার্স্ট অটোমোটিভ ওয়ার্কস (First Automotive Works-FAW) এই গাড়ি তৈরি করে। ১৯৫৮ সালে এই সংস্থা প্রথম গাড়ি লঞ্চ করে। তবে তা ছিল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের জন্য।
অন্যদিকে এই বৈঠকে যোগ দিতে চিনে উড়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তাঁর জন্য তিয়ানজিন শহরে নিয়ে যাওয়া হয়েছে “Aurus” নামে গাড়িটিকেও। এই প্রেন্সিডেন্সিয়াল কারেই বর্তমানে চিনে সফর করছেন পুতিন। রাশিয়ান অটোমোবাইল সংস্থা Aurus Motors এই গাড়ি তৈরি করে। রেট্রো-স্টাইলে তৈরি করা এই লাক্সারি গাড়িতে একাধিক ফিচার যোগ করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, এদিন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫০ মিনিট ধরে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হয়। যেখানে সীমান্ত ইস্যু-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। আমেরিকার শুল্ক যুদ্ধের আবহেই মোদি-শি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.