প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কের কেন্দ্রে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)। উদ্বোধনের আগে থেকেই একের পর এক বিতর্ক ধেয়ে আসছে অলিম্পিককে কেন্দ্র করে। ফ্রান্সের রেল ব্যবস্থায় বড়সড় হামলার পর নাশকতার আশঙ্কাও ছিল। এবার একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।
জানা যাচ্ছে, ফ্রান্সের অপটিক নেটওয়ার্কের মাধ্যমে যে সংস্থাগুলি ইন্টারনেট পরিষেবা দেয়, সেগুলি বিকল হয়ে গিয়েছে। যাকে ঘিরে অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন বহু মানুষ। নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজকদের মধ্যেও সমস্যা হচ্ছে বলে খবর।
ফ্রান্সের ডিজিটাল অ্যাফেয়ার বিভাগের সচিব মারিনা ফেরারি জানিয়েছেন রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিপর্যন্ত ছিল। প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের মোবাইল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। যদিও দ্রুত সেই সমস্যা মেরামত করা গিয়েছে বলে খবর। ফরাসি পুলিশ থেকে জানানো হয়েছে অন্তত ছটি দফতরের কাজ ব্যাহত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে, অতি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী তিনি। একটি অতি বাম দলের সঙ্গেও যুক্ত সেই ব্যক্তি।
তবে ফ্রান্সের অলিম্পিকে বিশৃঙ্খলার ঘটনা এই প্রথম নয়। উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে রেল ব্যবস্থায় আগুনের ঘটনা জানা যায়। লাইনে আগুন ধরিয়ে দেওয়ায় রেল নেটওয়ার্ক বিকল হয়ে যায়। অলিম্পিকের দ্বিতীয় দিনে ফ্রান্সের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জানা গেল ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.