Advertisement
Advertisement
Pakistan-Taliban

শান্তি ফিরল ‘ডুরান্ড লাইনে’, কাতার-তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি তালিবান-পাকিস্তান

শনিবার দোহায় শান্তি বৈঠকে যোগ দেন দুই দেশের বিদেশমন্ত্রীরা।

Pakistan-Taliban agree on ceasefire in doha
Published by: Anustup Roy Barman
  • Posted:October 19, 2025 10:23 am
  • Updated:October 19, 2025 10:27 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহব্যাপী যুদ্ধের অবসান ডুরান্ড লাইনে। রবিবার সকালে কাতারের বিদেশমন্ত্রক জানিয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। শনিবার কাতারের রাজধানি দোহায় শান্তি বৈঠকে যোগ দেন দুই দেশের বিদেশমন্ত্রীরা। সেখানে রাত পর্যন্ত বৈঠক চলে বলে জানা গিয়েছে। মধ্যস্থতার দায়িত্বে ছিল কাতার এবং তুরস্ক।

Advertisement

কাতারের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। উভয়পক্ষই স্থায়ী শান্তি এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি, দুই দেশের তরফেই, আগামী দিনে স্থায়ী শান্তির লক্ষ্যে আরও আলোচনার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। দুই দেশের বিদেশমন্ত্রীরা এই আলোচনায় নিজেদের দেশের প্রতিনিধিত্ব করেন। আফগান সরকারের তরফে ছিলেন তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুব। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ।

এই সপ্তাহব্যাপী যুদ্ধ, সাম্প্রতিক অতীতে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে হওয়া সবথেকে মারাত্মক সংকট। ২ হাজার ৬০০ কিলোমিটারব্যাপী সীমান্তে সমস্যা সমাধানের জন্য কাতারে একত্রিত হয় দুই পক্ষ। 

কাবুলে এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নেয়। সীমান্তে দুই দেশের গুলির লড়াইয়ে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। এরপর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়। সেই মেয়াদ শেষের আগেই ঘোষণা করা হয় দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে তার আগেই আফগানিস্তানে ফের হামলা চালায় পাকিস্তান। শুক্রবারের সেই আক্রমণে মৃত্যু হয় তিন ক্রিকেটার-সহ অন্তত আট জনের। এই অবস্থায় তালিবানের তরফে বিবৃতি জারি করে জানানো হয় দুই দেশের সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গিয়েছে।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এই সংঘাতে ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন পাক মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, “আফগানিস্তানের সরকার ভারতের অঙ্গুলিহেলনে কাজ করছে। এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাবুলের শাসক আজ ভারতের কোলে গিয়ে বসেছে। যদিও একটা সময় ওরা আমাদের নিরাপত্তায় ছিল।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ