সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘাতে শাহবাজ শরিফের পাশে দাঁড়িয়েছিল বিশ্বাসঘাতক তুরস্ক। যার জেরেই অপারেশন সিঁদুরের পর কৃতজ্ঞতায় গদগদ পাক প্রধানমন্ত্রী সাক্ষাৎ করলেন তুরস্কের প্রেসিডেন্টে সঙ্গে। এরদোগানকে ভাই সম্বোধন করে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন শাহবাজ। শুধু তাই নয়, বন্ধুত্বের পুরস্কার স্বরূপ তুরস্কের সঙ্গে বার্ষিক ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন পাকিস্তান।
গত ২২ এপ্রিল ও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটা ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দিয়েছে পাকভূমে সন্ত্রাসের আঁতুড়ঘর। সন্ত্রাস নির্ভর পাকিস্তানের বুকে ভারতের এই চরম আঘাতের পালটা কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বেপরোয়া ড্রোন হামলা শুরু করে পাক সেনা। ভারতের বিরুদ্ধে এই হামলায় পাকিস্তানের সহায় হয় তুরস্ক। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করেন এরদোগান। শুধু তাই নয়, ভারতের মাটিতে হামলা চালাতে পাকিস্তানে সেনাও পাঠায় তুরস্ক। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেই হামলায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় চিনও। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সেই সাহায্যের প্রতিদানেই এরদোগানকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে তুরস্কে গিয়েছেন শাহবাজ শরিফ।
সোশাল মিডিয়ায় শাহবাজ লেখেন, ‘আজ সন্ধ্যায় ইস্তানবুলে আমার ভাই প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। সম্প্রতই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময়ে পাকিস্তানের উদ্দেশে সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাঁকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই।’ পাশাপাশি আরও লেখেন, ‘আমাদের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেছি এবং একে অপরের পাশে থাকার অঙ্গিকার করেছি। পাকিস্তান-তুরস্কের এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।’ পাশাপাশি এরদোগান জানান, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক, রাজনৈতিক ও মানবিক সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।’ তুর্কির প্রেসিডেন্ট কার্যালয়ের তথ্য অনুযায়ী এই সাক্ষাতে, দুই দেশ জ্বালানী, বাণিজ্য, পরিবহণ ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ৫ বিলিয়ন ডলার করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.