সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই এবার সুর চড়ালেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা ও পাকিস্তানে প্রত্যাঘাতে ক্ষুব্ধ পাক মন্ত্রী জানালেন, দুই দেশের মধ্যে থাকা সমস্ত সম্পর্ক এখানেই শেষ। আফগানিস্তানের সঙ্গে এই যুদ্ধের দায় ভারতের ঘাড়ে চাপিয়ে তাঁর হুঁশিয়ারি, ‘পাকিস্তানে যে সব আফগান নাগরিক এখনও রয়েছেন তাঁরা যেন নিজ দেশে ফিরে যান।এই দেশ শুধুমাত্র ২৫ কোটি পাকিস্তানিদের।’
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এই সংঘাতে ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন পাক মন্ত্রী খোয়াজা আফিস। তিনি বলেন, “আফগানিস্তানের সরকার ভারতের অঙ্গুলিহেলনে কাজ করছে। এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাবুলের শাসক আজ ভারতের কোলে গিয়ে বসেছে। যদিও একটা সময় ওরা আমাদের নিরাপত্তায় ছিল।” আসিফের হুঁশিয়ারি, “যদি সীমান্তে আফগানিস্তান কোনওরকম উসকানিমূলক কার্যকলাপ করে তবে উপযুক্ত জবাব দেওয়া হবে।” একইসঙ্গে তাঁর নির্দেশ, “পাকিস্তানে থাকা সব আফগানদের নিজের দেশে ফিরে যেতে হবে। তাঁদের দেশে এখন নতুন সরকার আছে।” তিনি আরও বলেন, “আমাদের দেশ শুধুমাত্র ২৫ কোটি পাকিস্তানির জন্য।”
কাবুলে এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নিয়েছে। সীমান্তে দুই দেশের গুলির লড়াইয়ে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। এরপর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়। সেই মেয়াদ শেষের আগেই ঘোষণা করা হয় দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে তার আগেই আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবারের এই আক্রমণে মৃত্যু ঘটেছে ৩ ক্রিকেটার-সহ অন্তত ৮ জনের। এই অবস্থায় তালিবানের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে দুই দেশের সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন সেনাকে তাড়ানোর পর আফগানিস্তানের শাসনভার উঠেছে তালিবানের হাতে। এদিকে পাকিস্তানের আশা ছিল আফগানিস্তানে তালিবান ক্ষমতায় এলে পাকিস্তানকে সমর্থন করবে তারা। পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসের আঁতুড়ঘরগুলি আফগানিস্তান থেকে পরিচালনা করা যাবে। সেখানকার সশস্ত্র সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। যদিও বাস্তবে তা হয়নি। বরং অতীতের মতো ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে তালিবান। তাতেই ক্ষেপে উঠেছে পাকিস্তান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.