Advertisement
Advertisement
Pakistan

‘সন্ত্রাসের’ পাকিস্তান, সিঁদুরে গুঁড়িয়ে যাওয়া লস্করের সদর দপ্তরের পুনর্নির্মাণে খরচ বন্যার ত্রাণের টাকা!

পাকিস্তান আছে পাকিস্তানেই।

Pakistan: Flood relief money was used to rebuild the Lashkar headquarters that was destroyed in operation Sindoor
Published by: Subhodeep Mullick
  • Posted:September 14, 2025 9:59 am
  • Updated:September 14, 2025 9:59 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের প্রত্যক্ষ মদতদাতা যে পাকিস্তান, তার প্রমাণ ফের একবার পাওয়া গেল। অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী। তার মধ্যে ছিল মুরিদকে শহরের লস্কর-ই-তইবা-র অন্যতম সদর দপ্তর মারকাজ তইবা। কিন্তু সেটি ফের পুনর্নির্মাণ করার কাজ শুরু করে দিয়েছে জঙ্গি সংগঠনটি। তা-ও আবার বন্যার ত্রাণের টাকায়!

Advertisement

সমাজমাধ্যমে এই সংক্রান্ত একাধিক ছবি প্রকাশ্যে এসেছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, অপারেশন সিঁদুরের পর সদর দপ্তরটির মূল তিনটি ভবনের কঙ্কালসার কাঠামোই অবশিষ্ট ছিল। কিন্তু পাঁচ মাস দেখা যাচ্ছে, ভবনগুলি ফের মাথা তুলে দাঁড়াচ্ছে। অনেকটাই শেষ হয়ে গিয়েছে পুনর্নির্মাণের কাজ। উল্লেখ্য, এই ভবনগুলিতে অস্ত্র মজুত, জঙ্গিদের থাকার ব্যবস্থা এবং তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হত। সূত্রের খবর, সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাকিস্তানের বিস্তীর্ণ অংশ। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হয় পাকিস্তান সরকারের তরফে। আর সেই টাকাই গুঁড়িয়ে যাওয়া জঙ্গিঘাঁটিগুলি পুনর্নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে।

উল্লেখ্য়, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। এরপরেই পিওকে এবং পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া নয়টি জঙ্গিঘাঁটি। সেই ঘাঁটি বা প্রশিক্ষণ শিবিরগুলিকে নতুন করে গড়ে তোলার অর্থ সেগুলিকে ফের সক্রিয় করে তুলছে পাকিস্তান। অর্থাৎ নতুন উদ্যমে জঙ্গি তৎপরতার সম্ভাবনা ভূস্বর্গে। সতর্ক রয়েছে ভারতীয় সেনাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ