Advertisement
Advertisement
Pakistan

‘পাকিস্তান কেবলই ২৫ কোটি পাকিস্তানির’, আফগানদের দেশ ছাড়ার হুমকি খাজা আসিফের

আসিফের হুঁশিয়ারি, ইসালামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্ক আর আগের মত নেই।

Pakistan defence minister aask afghans to leave for their country

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 18, 2025 1:31 pm
  • Updated:October 18, 2025 1:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দফায় দফায় সংঘর্ষের পরে বুধবার সন্ধায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি করে পাকিস্তান এবং আফগানিস্তান। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই আফগানিস্তানের বিরুদ্ধে মুখ খুলেছে পাকিস্তান। শুক্রবার আফগানদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আফগানদের পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে আসিফ।

Advertisement

আফগান সমস্যা শুরু হওয়ার পরেই পাকিস্তানে বসবাসকারী আফগানদের বিরুদ্ধে খড়্গহস্ত পাক সরকার। আসিফের অভিযোগ, বহু যুগ ধরে দেশান্তরী আফগান নেতারা পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। কিন্তু কেউ পাকিস্তানকে সন্ত্রাসবাদ ছাড়া অন্য কিছুই দেয়নি। তাঁর দাবি, এদের জন্য পাকিস্তানের শান্তি বিঘ্নিত হয়েছে। আসিফ জানিয়েছেন, আফগানদের নিজের দেশে ফিরে যাওয়া উচিত। আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসালামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্ক আর আগের মত নেই। তাঁর দাবি, “পাকিস্তানে থাকা সব আফগানদের নিজের দেশে ফিরে যেতে হবে। তাঁদের দেশে এখন নতুন সরকার আছে।” তিনি আরও বলেন, “আমাদের দেশ শুধুমাত্র ২৫ কোটি পাকিস্তানির জন্য।”

দুই দেশের সংঘর্ষ বিরতি শেষ হওয়ার পরেই আফগানিস্তানে আচমকা বিমান হানা চালিয়েছে পাকিস্তান। শুক্রবারের এই আক্রমণে মৃত্যু ঘটেছে ৩ ক্রিকেটার-সহ অন্তত ৮ জনের। আসিফের দাবি, ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান। তাঁর দাবি বহু সিদ্ধান্ত আসলে ভারতের অঙ্গুলিহেলনেই নিচ্ছে আফগানিস্তান। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই প্রসঙ্গ তুলে পাক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, “আফগানিস্তানের শাসকরা ভারতের কোলে বসে রয়েছেন। দুই দেশ মিলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

তিনি ২০২১ সালে তালেবানদের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সাধারণ মানুষ এবং সেনার ক্ষতির কথাও তুলে ধরেন। আসিফের দাবি, ১০ হাজার ৩৪৭টি সন্ত্রাসবাদী হামলায় সেনা এবগ সাধারণ মানুষ মিলিয়ে ৩ হাজার ৮৪৪ জন নিহত হয়েছেন। আসিফ জানিয়েছেন, ইসলামাবাদ বারবার তালিবান সরকারকে অনুরোধ করেছে যাতে জঙ্গিরা আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাতে না পারে। যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ