Advertisement
Advertisement
QUAD

‘সিঁদুরের পর বিশ্বমঞ্চে ঐক্যের বার্তা দিয়েছে ভারত’, কোয়াডে স্বগর্বে ঘোষণা জয়শংকরের

আর কী বললেন জয়শংকর?

Op Sindoor delegations conveyed national unity message: S Jaishankar to Quad leaders
Published by: Subhodeep Mullick
  • Posted:July 3, 2025 9:34 am
  • Updated:July 3, 2025 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর বিশ্বমঞ্চে ঐক্যের বার্তা দিয়েছে ভারত। কোয়াড বৈঠকে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। একইসঙ্গে তাঁর বক্তব্য, “সিঁদুরের প্রতিনিধি দলের প্রতি আমি গর্বিত। সেই দলের সদস্যরা শুধু দেশের নেতাই নয়, তাঁরা ভারতের নাগরিক।”

বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শংকর বলেন, “দেশের স্বার্থে বিভিন্ন দলের নেতার একত্রিত হয়ে বিশ্বমঞ্চে সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করেছেন। এটা ভারতের রাজনৈতিক বহুত্ববাদকের পরিচায়ক। এককথায় যা ছিল অভূতপূর্ব।” তাঁর সংযোজন, “ভারতের উদ্দেশ্য সফল হয়েছে। বিদেশের মাটিতে এক সুরে কথা বলার জন্য যখন আপনার কাছে বহুমুখী নেতা থাকে, তখন এটি জাতীয় ঐক্যের একটি শক্তিশালী বার্তা বহন করে।”

প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের পাশে দাঁড়িয়ে পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের নিন্দায় সরব হয়েছে কোয়াড। বৈঠকের পর যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে হাতে হাত রেখে লড়ার বার্তা দিয়েছেন কোয়াড সদস্যভুক্ত চার দেশের বিদেশমন্ত্রীরা। যৌথ বিবৃতিতে বলা হয়,. ‘সীমান্তবর্তী সন্ত্রাসবাদ-সহ যে কোনও ধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা জানায় আমরা। এই ঘৃণ্য সন্ত্রাসে যুক্ত অপরাধী, ষড়যন্ত্রকারী ও যারা এই সন্ত্রাসে আর্থিক মদত যুগিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।’ শুধু তাই নয়, পহেলগাঁও সন্ত্রাসে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কোয়াড নেতারা। পাশাপাশি, কোয়াড বৈঠক থেকে নাম না করে চিনকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দিক নির্দেশ তুলে ধরা হয়েছে কোয়াড বৈঠকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement