চিন্তার ভাঁজ বেজিংয়ের কপালে!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমান সময়ে চিন–পাকিস্তান (Pakistan) যখন একযোগে সীমান্তে ভারতকে (India) চাপে রাখার চেষ্টা করছে, তখনই অন্য প্রতিবেশী দেশগুলোকে নিজেদের দিকে টানতে বদ্ধপরিকর নয়াদিল্লি (New Delhi)। আর তারই পদক্ষেপ হিসেবে শুক্রবার কলম্বো পৌঁছলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval)। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান শ্রীলঙ্কার সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাবেন্দ্র সিলভা।
NSA Ajit Doval arrived in Colombo for trilateral India-Sri Lanka-Maldives consultations on maritime and security cooperation. He was accorded a warm welcome by Army Commander Lt Gen Shavendra Silva: High Commission of India in Colombo, Sri Lanka
Advertisement— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.