Advertisement
Advertisement
Sri Lanka

তিন বছর পর শ্রীলঙ্কার প্রতি দরাজহস্ত চিন! পরিকাঠামো উন্নয়নে ৪ হাজার কোটি ঋণ দিল বেজিং

শ্রীলঙ্কার চিন নির্ভরতায় নয়াদিল্লি চাপে পড়বে?

Now Sri Lanka Restarts Stalled Highway Project With $500 Mn Chinese Loan
Published by: Kishore Ghosh
  • Posted:September 17, 2025 9:08 pm
  • Updated:September 17, 2025 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও চিনের দিকে মার্কিন শুল্কবোমা ধেয়ে আসার পর থেকে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক বদল এসেছে। অন্যদিকে কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলির রাজনৈতিক চরিত্রে বদল এসেছে। এই অবস্থায় তিন বছর পর ভারতের পড়শি শ্রীলঙ্কাকে এক দফায় ৪ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করল চিন। ফলে দ্বীপরাষ্ট্রের এত দিন ধরে আটকে থাকা প্রকল্পের কাজ শুরু হল। বেজিংয়ের এই সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য তাৎপর্যপূর্ণ।

Advertisement

দেশজুড়ে প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে ২০২২ সালে জনতার বিক্ষোভ আন্দোলনে শ্রীলঙ্কায় পতন হয় তৎকালীন সরকারের। এরপর থেকে নতুন শাসকের নেতৃত্বে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কলম্বো। যদিও প্রায় দেউলিয়া পরিস্থিতিতে ভারত সাহায্য করেছিল প্রতিবেশী দ্বীপরাষ্ট্রকে। অন্যদিকে খারাপ সময় শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছিল চিন। সেই তারাই তিন বছর ঋণ দিল। সূত্রের খবর, শ্রীলঙ্কার জন্য ৪.৩ হাজার কোটি টাকা (৫০ কোটি ডলার) ঋণ মঞ্জুর করেছে বেজিং। এর জন্য চিনের ব্যাঙ্ককে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। যেহেতু এর ফলে দীর্ঘদিন আটকে থাকা হাইওয়ে প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে।

সূত্রের খবর, এবার কাজ শুরু হবে কলম্বোর সঙ্গে ক্যান্ডি শহরের সংযোগকারী সেন্ট্রাল এক্সপ্রেসওয়ের ৩৮ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণের কাজ। ২০২৩ সালে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল এই হাইওয়ে নির্মাণের কাজ। শ্রীলঙ্কা সরকার মনে করছে, চিনের থেকে ঋণ মেলায় ২০২৮ সালের এপ্রিল মাসের এই কাজ শেষ করা যাবে। উল্লেখ্য, কেবল ভারত ও চিন নয়, অর্থনৈতিক মন্দার মুখে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) ২৯০ কোটি ডলার অর্থসাহায্য করেছে শ্রীলঙ্কাকে। প্রশ্ন উঠছে, শ্রীলঙ্কার চিন নির্ভরতায় নয়াদিল্লি চাপে পড়বে না তো! যদিও মার্কিন শুল্কবোমার পর ভারত-চিন সম্পর্কের বরফ গলেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement