সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন বারবার ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার দাবি জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেই সময়ে নয়াদিল্লি-ইসলামাবাদ দ্বিপাক্ষিক বৈঠকে সমস্যা সমাধানের পরামর্শ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতিমির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানেই দ্বিপাক্ষিক সমাধানের কথা বলেন লাভরভ।
ফাতিমি এবং লাভরভের বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশ করেছে রুশ বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, “দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে লাভরভ এবং ফাতেমির মধ্যে। ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ইসলামাবাদের অবস্থান সম্পর্কে জানিয়েছেন ফাতিমি। এক্ষেত্রে রাশিয়া মনে করে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক আস্থা বাড়াতে সরাসরি আলোচনার প্রয়োজন রয়েছে।”
সংঘর্ষবিরতির দিন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, তাঁর মধ্যস্থতাতেই দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশের মধ্যেকার যুদ্ধ থেমেছে। যদিও ভারতীয় সেনা, বিদেশ সচিব, বিদেশমন্ত্রী এস জয়শংকর, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে বরাবর ভারতের অবস্থান—ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনা। এখানে তৃতীয় পক্ষের অস্তিত্ব নেই। ভারতের সেই অবস্থানেই সিলমোহর দিল পুতিনের রাশিয়া। অস্বস্তিতে পড়লেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.