Advertisement
Advertisement
Dassault

‘যুদ্ধে নয়, যান্ত্রিক সমস্যায় রাফালে খোয়ায় ভারত’, জল্পনা উড়িয়ে বার্তা দাসাল্টের

যান্ত্রিক সমস্যার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলেও জানান দাসাল্ট প্রধান।

No Rafale shot down in combat, India lost one to technical malfunction, says Dassault CEO

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:July 8, 2025 12:00 pm
  • Updated:July 8, 2025 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হামলায় ভারতের রাফালে যুদ্ধবিমানের কোনও ক্ষতি হয়নি। সমস্ত জল্পনাকে ফুঁৎকারে উড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্টের চেয়ারম্যান তথা সিইও এরিক ট্র্যাপিয়ার। তাঁর বার্তা, অধিক উচ্চতায় যান্ত্রিক ত্রুটির জেরে একটি যুদ্ধবিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। যার জেরে একটি বিমান নষ্ট হয়। ঠিক কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনওভাবেই এই দুর্ঘটনা পাক হামলার জেরে নয়।

Advertisement

সম্প্রতি ফরাসি ওয়েবসাইট অ্যাভিয়ন ডি চ্যাসেতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন ১২ হাজার মিটারের বেশি উচ্চতায় একটি প্রশিক্ষণ মূলক উড়ান চলছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। যে অঞ্চলে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তা শত্রুর রাডারের বাইরে ছিল। ফলে যুদ্ধের জেরে বিমান খোয়ানোর যে দাবি করা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। শুধু তাই নয়, ফরাসি গোয়েন্দাদের দাবি, অপারেশন সিঁদুরের পর এই রাফালেকে নিয়ে গুজব ছড়াতে সক্রিয় ভূমিকা পালন করেছিল চিন। দাবি করা হয়েছে, রাফালের বাজার খারাপ করতে চিনের প্রতিরক্ষা অ্যাটাশেরা একাধিক দেশকে বিশেষ করে ইন্দোনেশিয়াকে রাফালে কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলে। চিনের উদ্দেশ্য ছিল, রাফালের পরিবর্তে নিজেদের যুদ্ধবিমান বিক্রি করা।

২০২০ সালে রাফাল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির পর অপারেশন সিঁদুর ছিল প্রথম বড় রাফাল-নেতৃত্বাধীন অভিযান। ভারতীয় বিমান বাহিনী নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছিল রাফালে যুদ্ধ বিমানের সাহায্যে। সেই অপারেশনের পর পাকিস্তানের তরফে দাবি করা হয়, ভারতীয় বায়ুসেনার অন্তত ৩টি রাফালে যুদ্ধবিমান নামিয়েছে তারা। শুরুতে পাকিস্তানের সেই দাবি নিয়ে ভারত মুখ খোলেনি। তবে পরে সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নেন, অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। তবে সংখ্যার বিষয়টি এড়িয়ে গিয়ে সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান জোর দেন, ত্রুটি খোঁজায়। সেনা সর্বাধিনায়কের বক্তব্যের পর এটা পরিষ্কার যে, ফ্রান্স থেকে আনা রাফালে যুদ্ধবিমান খোয়াতে হয়েছে ভারতকে। যা নিয়ে বিতর্ক চরমে ওঠে।

যদিও সেই সময়েই দাসাল্টের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, অভিযোগগুলিকে “ভুল এবং ভিত্তিহীন”। ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি অস্বীকার করে ট্র্যাপিয়ার তখন বলেছিলেন যে, “ভারতীয়রা যোগাযোগ করেনি, তাই আমরা ঠিক কী ঘটেছে তা জানি না। আমরা ইতিমধ্যেই জানি যে পাকিস্তানিরা যা বলছে, তিনটি রাফায়েল ধ্বংস করা হয়েছে, তা ভুল।” এবার এই ইস্যুতে ফের মুখ খুললেন দাসাল্ট প্রধান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement