সাংসদ লরা ম্যাকলিউর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ অধিবেশন চলাকালীন সকলকে চমকে দিয়ে হঠাৎ সর্বসমক্ষে নিজের নগ্ন ছবি তুলে ধরলেন মহিলা সাংসদ। বক্তব্য পেশ করার সময় হঠাৎই এই কাণ্ড করে বসেন নিউজিল্যান্ডের সাংসদ লরা ম্যাকলিউর। আকস্মিক এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান সেখানে উপস্থিত বাকি সাংসদরা। যদিও এই ছবির নেপথ্যে লরার বার্তা শুধু নিজের দেশ নিউজিল্যান্ড নয়, নজর কেড়ে নিলেন গোটা বিশ্বের।
আসলে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন আশীর্বাদ বয়ে এনেছে মানুষের কাছে, অন্যদিকে এর ভয়াবহতার কোপে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই ইস্যুতেই সংসদে বক্তব্য রাখছিলেন নিউজিল্যান্ডের এসিটি পার্টির সাংসদ লরা। ঠিক তখনই সকলকে চমকে দিয়ে নিজেরই একটি নগ্ন ছবির পোস্টার তুলে ধরেন। সাংসদ বলেন, “এটি আমারই নগ্ন ছবি। যদিও ছবিটা আসল নয়। এই ছবিটা তৈরি করতে আমার মাত্র ৫ মিনিট সময় লেগেছে।” সংসদে ছবিটি দেখানোর ক্ষমা চেয়ে সাংসদ বলেন, “আমি আসলে সংসদের অন্যান্য সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে এমনটা করেছি। এটা বোঝানোর জন্য যে এই কাজটা কত সহজ এবং ভয়াবহ। আমাদের দেশের যুব সম্প্রদায় এর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে আমাদের উচিত এই বিষয়ে কোনও পদক্ষেপ করা।”
সাংসদ আরও জানান, “আজকের জমানায় দাঁড়িয়ে প্রযুক্তি আমাদের কাছে আশীর্বাদস্বরূপ, কিন্তু এর ভয়াবহ দিকটিও আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। সাধারণ মানুষকে হেনস্থা করতে আজকের সময়ে প্রবলভাবে ব্যবহার করা হচ্ছে এইসব ডিপফেক ছবি। এর বিরুদ্ধে অবশ্যই কড়া আইন আনতে হবে আমাদের। বর্তমানে আমাদের যে আইন রয়েছে তা এই অপরাধ রোখার জন্য যথেষ্ট নয়।” সংসদের অন্দরে সাংসদের এহেন সাহসী পদক্ষেপ ও জ্বালাময়ী ভাষণের প্রশংসায় মুখর হয়েছে গোটা দেশ তথা বিশ্ব।
উল্লেখ্য, সাম্প্রতি সময়ে গোটা বিশ্বে ব্যাপকভাবে বেড়েছে ডিপফেক ছবি, ভিডিওর রমরমা। যাকে হাতিয়া করে ব্যাপকভাবে চলছে অপরাধচক্র। ভারতের মাটিতে এই ইস্যুতে বহু আগেই সরব হয়েছিল সিনে মহল। তাতে অবশ্য অবস্থার খুব বিশেষ পরিবর্তন হয়নি। এবার সংসদের অন্দরে নিজের ডিপফেক ছবি তুলে ধরে কঠোর আইনের দাবিতে সরব হলেন মহিলা সাংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.