সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। একবার যে শিখর ছোঁয়ার স্বপ্নে বিভোর থাকেন যে কোনও পর্বতারোহী। কিন্তু নেপালের কামি রিটা যা করলেন তা বোধহয় স্বপ্নেরও অগোচরে। ৩১ বার এভারেস্ট জয় করে নজির গড়লেন ‘এভারেস্ট ম্যান’। আগেই তিনি বিশ্বরেকর্ড গড়েছিলেন সবচেয়ে বেশিবার এভারেস্টে উঠে। এবার নিজেই নিজের নজির ভাঙলেন তিনি।
প্রথমবার ১৯৯৪ সালে একটি বাণিজ্যিক অভিযানের শরিক হয়ে এভারেস্টে ওঠেন কামি। সেই থেকে আর থামেননি তিনি। এভারেস্টের নেশা বোধহয় তাঁর রক্তের গভীরে ঢুকে পড়েছিল। ‘হেলায়’ এভারেস্ট জয় করেছেন বারবার। যদিও ৩০তম বার এই নজির গড়ার সময় তাঁর সহজ সরল বক্তব্য ছিল, ”কোনও নজির গড়তে এভারেস্টে উঠি না। রেকর্ড হয়েছে এটা আনন্দের। কিন্তু আমি এভারেস্টে উঠি কাজের জন্য। বরং আমি বেশি খুশি যে, আমার কারণে নেপাল বিশ্বে এক নতুন পরিচয় পেল।”
৫৫ বছরের কামি মঙ্গলবার ফের একবার এভারেস্ট জয় করলেন। স্থানীয় সময় বিকেল চারটের সময়। ওই অভিযানের উদ্যোক্তা ‘সেভেন সামিট ট্রেকস’-এর তরফে এক বিবৃতি পেশ করে বলা হয়েছে, ‘কামি রিটা শেরপার সঙ্গে কারও পরিচয় করানোর দরকার নেই। উনি কেবল একজন পর্বতারোহী হিরো মাত্র নন, এভারেস্টের বৈশ্বিক প্রতীক।’
বারে বারে এভারেস্ট উঠেছেন কামি। এমনকী কোনও কোনও বছরে দু’বার করেও উঠেছেন! ২০২৩ এবং ২০২৪ সালে জোড়া এভারেস্ট জয়ের নজিরও গড়েন নেপালের এই তারকা পর্বতারোহী। তাঁর কাছাকাছি একমাত্র পৌঁছতে পেরেছেন পাসাং দাওয়া। তিনি নেপালের শেরপা। ২৯ বার এভারেস্টে উঠেছেন। কিন্তু কামি তাঁকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দু’কদম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.