Advertisement
Advertisement
NASA

ট্রাম্প প্রশাসনের নির্দেশে এবার নাসায় শুরু গণছাঁটাই! চাকরি হারানোর পথে প্রায় ৪ হাজার কর্মী

বর্তমানে নাসায় কর্মী সংখ্যা প্রায় ১৮ হাজার।

NASA Fires 20 Per Cent Staff As Trump Administration Orders Federal Workers' Layoff
Published by: Subhodeep Mullick
  • Posted:July 30, 2025 2:39 pm
  • Updated:July 30, 2025 3:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশদপ্তরের পর এবার নাসা। ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাতেও হতে চলেছে গণছাঁটাই। যার ফলে প্রথম দফায় চাকরি হারানোর পথে প্রায় ৪ হাজার কর্মী। শুক্রবার নাসার এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন। বর্তমানে নাসার কর্মী সংখ্যা ১৮ হাজার। গণছাঁটাইয়ের পর তা কমে হবে ১৪ হাজার।

Advertisement

নাসার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী দিনে আমাদের একাধিক মিশন রয়েছে। অভিযান রয়েছে চাঁদ এবং মঙ্গলেও। ফলে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই পদক্ষেপ করা হয়েছে।’ ওয়াকিবহাল মহলের মতে, এই বিপুল পরিমাণ কর্মীছাঁটাইের ফলে আগামী দিনে নাসাকেই সমস্যায় পড়তে হতে পারে। কারণ, অনেক সুদক্ষ কর্মী, ইঞ্জিনিয়র এবং বিজ্ঞানী সংস্থার হাতছাড়া হবে। যদিও এটাই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের জুন মাসে প্রায় ৮৭০ জন কর্মীকে ছাঁটাই করেছিল নাসা।

উল্লেখ্য, দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের প্রথম লক্ষ্য ছিল সরকারের ব্যয় সংকোচ। সেই লক্ষ্যে একাধিক দপ্তর থেকে বহু কর্মীকে ছাঁটাই করে ট্রাম্প সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দায়ের হয় মামলা। এরপর ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেয় নিম্ন আদালত। ছাঁটাইয়ের উপর দেওয়া হয় স্থগিতাদেশ। সাম্প্রতিক সময়ে নিম্ন আদালতের সেই রায় খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। যার ফলে ছাঁটাইয়ের পথে আর কোনও বাধা নেই। শীর্ষ আদালতের রায় আসার পরই একযোগে বিদেশদপ্তরের ১৩৫০ জন কর্মীকে ছাঁটাই করে হোয়াইট হাউস। এবার তাদের কোপ পড়ল নাসায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ