সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে হামলার পরে সামরিক প্রত্যাঘাত করবেই ভারত। বুক কাঁপছে পাকিস্তানের। সোমবার মনের কথা বলেই ফেললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মহম্মদ আসিফ। রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গত সপ্তাহে কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী জঙ্গি হামলার পর প্রতিবেশী ভারতের সামরিক আক্রমণ আসন্ন। পাশাপাশি তিনি বলেছেন, “আমরাও আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করছি। বর্তমান পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হয়।” তবে কী সেই কৌশল, স্বভাবতই তা জানাননি।
আসিফ বলেছেন, ভারতের হুঁশিয়ারি ক্রমশ বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। তবে কেন ভারতের দিক থেকে হামলা হওয়া অনিবার্য বলে মনে করছেন আসিফ? তিনি বিস্তারিত কিছু বলেননি। মাঝে পাকিস্তানি নেতারা পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন। এই বিষয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “পাকিস্তান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। শুধুমাত্র আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হলে তবেই আমরা পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করব।”
২০১৯ সালে পুলওয়ামায় নৃশংস হামলার পর পাকিস্তানের বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলিতে আকাশপথে হামলা চালিয়েছিল ভারত। ২০১৬ সালে উরিতে সেনাঘাঁটিতে হামলার পরেও পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। পহেলগাঁও ২৬ জনের নিহত হওয়ার ঘটনায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। সঙ্গত কারণেই শঙ্কিত পাক প্রতিরক্ষামন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.