সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতির সরণিতে ভাসলেন ডাচেস অফ সাসেক্স মেগান মর্কেল। চার বছর জন্ম দিয়েছিলেন তাঁর কন্যাসন্তান প্রিন্সেস লিলিবেটের। সেই মুহূর্তের ঠিক আগের একটি ভিডিও শেয়ার করলেন তিনি। স্ফীত পেট নিয়ে তাঁর নাচের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে।
সেই ভিডিওটি শেয়ার করে মেগান লিখেছেন, ‘আজ থেকে চারবছর আগে এটাও ঘটেছিল। আমার দুই সন্তানই ডিউ ডেটের এক সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হয়েছিল, যখন মশলাদার খাবার, হাঁটাহাঁটি, আকুপাংচার কিছুই কাজ করছিল না- একটাই জিনিস বাকি ছিল (হাসির ইমোজি)।’
View this post on Instagram
লেবার রুমে যাওয়ার ঠিক আগে স্ফীতোদর মেগানের নাচের সঙ্গে ‘বেবি মামা’ গানটিও শোনা যাচ্ছে ভিডিওয়। টিকটক চ্যালেঞ্জের অংশ হিসেবেই ওই ভিডিও সেই সময় পোস্ট করেছিলেন ব্রিটিশ রাজবধূ। প্রসঙ্গত, মেয়ের জন্মদিন উপলক্ষে আলাদা একটি পোস্টও করেছেন মেগান। ২০২৫ সালের জানুয়ারিতে পাঁচ বছর পরে ইনস্টাগ্রামে ফেরেন মেগান। তারপর থেকে মাঝেমধ্যেই তাঁকে নানা পোস্ট করতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, রাজপরিবারের উইন্ডসর এস্টেটের প্রাসাদ থেকে কার্যত উচ্ছেদ করা হয় প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেলকে। রাজকীয় জীবন ত্যাগ করার পর হ্যারি এবং মেগান ২০২০ সালে ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। তার পর থেকে বেশ কয়েকটি জায়গায় মুখ খোলেন হ্যারি ও মেগান। উইনফ্রের সঙ্গে একটি সাক্ষাৎকারেও যেমন নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাজকুমার, তেমনি নেটফ্লিক্স ডকুমেন্টারিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসাবে অনেক ভিতরের তথ্য জানান। যা নিয়ে সাড়া পড়ে গিয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.