Advertisement
Advertisement
Marco Rubio

‘আমরা খুবই উদ্বিগ্ন’ সিরিয়ায় ইজরায়েলের হামলার পর মন্তব্য মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর

আর কী বললেন মার্কো?

Marco Rubio says US ‘very concerned’ over Syria violence
Published by: Subhodeep Mullick
  • Posted:July 17, 2025 6:14 pm
  • Updated:July 17, 2025 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা খুবই উদ্বিগ্ন। আমরা চাই সংঘাত দ্রুত শেষ হয়ে যাক। সিরিয়ায় ইজরায়েলের হামলার পর এমনই মন্তব্য করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। তিনি বলেন, “সিরিয়ায় ইজরায়েলি সেনার হামলায় আমরা উদ্বিগ্ন। আমেরিকা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। আমরা চাই সংঘাত দ্রুত মিটে যাক। আশা করছি শীঘ্রই আমরা ভালো কোনও খবর শুনতে পাবো।”

Advertisement

বুধবার সিরিয়ার রাজধানী দামাসকাসে সেনা হেড কোয়ার্টার লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। জানা গিয়েছে, দামাসকাসের সেনাঘাঁটির দরজা গুঁড়িয়ে গিয়েছে ইজরায়েলি হানায়। সিরিয়ার জাতীয় মিডিয়ার দপ্তরেও হামলা হয়, তার জেরে সম্প্রচার ছেড়ে পালিয়ে যান সঞ্চালিকা। প্রেসিডেন্টের বাসভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল আছড়ে পড়ার ভিডিও ধরা পড়েছে সংবাদসংস্থা আল জাজিরার ক্যামেরায়। আপাতত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত অন্তত ১৮ জন।

তেল আভিভের তরফ থেকে জানানো হয়, সিরিয়ার দক্ষিণে দ্রুজদের বিরুদ্ধে সেদেশের প্রশাসন যা পদক্ষেপ করছে সেদিকে নজর রাখছে ইজরায়েলি সেনা। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই অপারেশন চালানো হয়েছে। গত কয়েকদিন ধরেই সিরিয়ার দক্ষিণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় দ্রুজদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে সিরিয়ার সেনা। উল্লেখ্য, প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বর্তমানে সিরিয়ার মসনদে সুন্নি ইসলামপন্থী নেতৃত্ব। তাদের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছে সংখ্যালঘু দ্রুজরা। এহেন পরিস্থিতিতে দ্রুজদের পাশে থাকার বার্তা দিয়েছে ইজরায়েল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement