Advertisement
Advertisement
Iraq

ইরাকের ভিড়ে ঠাসা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত অন্তত ৬০, আহত বহু

মাত্র পাঁচ দিন আগেই শপিংমলটির উদ্বোধন হয়েছিল।

Many killed As Huge Fire Breaks Out At Shopping Mall In Iraq
Published by: Subhodeep Mullick
  • Posted:July 17, 2025 2:07 pm
  • Updated:July 17, 2025 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরাকের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। আহত বহু। সূত্র মারফত জানা গিয়েছে, মাত্র পাঁচ দিন আগেই শপিংমলটির উদ্বোধন হয়েছিল। 

Advertisement

জানা গিয়েছে, বুধবার রাতে (ইরাকের স্থানীয় সময়) ইরাকের পশ্চিমাঞ্চলের আল-কুত শহরের একটি পাঁচ তলা শপিংমলে হঠাৎ আগুন লেগে যায়। সেই সময়ে মলের ভিতরে ছিলেন প্রচুর মানুষ। মুহূর্তেই কালো ধাঁয়ায় ঢাকে গোটা এলাকা। দাউ জ্বলতে থাকে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মলের ভিতরে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত আগুনে ঝলসে মৃত্যু  হয়েছে অন্তত ৬০ জনের।আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। 

ইরাকের এক সরকারি আধিকারিক বলেন, “এখনও পর্যন্ত ৫৯ জনের দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। এক জনের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে তাঁকে শনাক্ত করা যায়নি। তবে মলের ভিতরে আরও দেহ থাকতে পারে।” শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে শপিংমলটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement